১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেলে ইফতার: মানতে হবে যেসব নিয়ম

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৬:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 17

মেট্রোরেলে ইফতার (প্রতীকি ছবি)

রমজানে ইফতারের জন্য সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে ২৫০ মিলিলিটার পরিমাণ পানি পরিবহন করা যাবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। এই মাসে শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ও শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গনসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময়সূচীতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।

আরও বলা হয়, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোট্রেনের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। অন্যদিকে সময়সূচি অনুযায়ী সর্বপ্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে।

 

শেয়ার করুন

মেট্রোরেলে ইফতার: মানতে হবে যেসব নিয়ম

সময় ০৬:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

রমজানে ইফতারের জন্য সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে ২৫০ মিলিলিটার পরিমাণ পানি পরিবহন করা যাবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। এই মাসে শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ও শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গনসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময়সূচীতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।

আরও বলা হয়, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোট্রেনের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। অন্যদিকে সময়সূচি অনুযায়ী সর্বপ্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে।