১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভুট্টাক্ষেতে স্কুলছাত্রীকে ধর্ষণ, বোরকা পরে পালানোর সময় আটক

নিজস্ব প্রতিবেদক, রংপুর
  • সময় ০৩:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 79

বোরকা

রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ভুট্টাক্ষেতে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন তার মা। পরে অভিযুক্ত যুবক বোরকা পরে কৌশলে পালানোর সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

জানা গেছে, মঙ্গলবার (১৮ মার্চ) সকাল এগারোটা নাগাদ ভুক্তভোগী ওই ছাত্রী স্কুল হতে ফেরার পথে মিঠাপুকুর থানাধীন চিথলী পশ্চিম পাড়া গ্রামের শাহ আলম জোর করে টেনে নিয়ে গিয়ে ভুট্টাক্ষেতে ধর্ষণ করে। এ ঘটনায় বাদী মামলা রুজু করলে ৬ ঘণ্টার মধ্যে মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার, ফোর্স ও এলাকাবাসীর সহায়তায় ধর্ষক শাহ আলমকে বোরখা পরিহিত অবস্থায় পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার করে।

মিঠাপুকুর থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, মঙ্গলবার সকালে শিশুটি প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরেছিল। এ সময় শিশুটি উপজেলার চিথলী পশ্চিম পাড়ায় আসা মাত্র চিথলী পশ্চিম পাড়া গ্রামের দুই সন্তানের জনক অভিযুক্ত শাহআলম (৪০) শিশুটিকে রাস্তার পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা শিশুটির কান্না শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেপ্তারে মরিয়া হয়ে উঠে। এর ছয় ঘণ্টা পর পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে ধর্ষক শাহআলম আটক হয়।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম রফিক জানান, ধর্ষক শাহ আলম (আলম)কে, গ্রেপ্তার করা হয়েছে। তবে উত্তেজিত জনতার রোষানল থেকে ধর্ষককে উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যরাও আহত হয়েছে। বুধবার ধর্ষক শাহ আলমকে কোর্টের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ধর্ষকের শাস্তির দাবিতে স্লোগান মুখরিত হয়ে ওঠে মিঠাপুকুর উপজেলা ফ্লাইওভার প্রাঙ্গণ, রাজপথ ও থানা চত্বর। স্লোগানে ধর্ষকের মৃত্যুদণ্ড ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় এবং দেশব্যাপী ধারাবাহিক ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষুব্ধ ছাত্রজনতা।

শেয়ার করুন

ভুট্টাক্ষেতে স্কুলছাত্রীকে ধর্ষণ, বোরকা পরে পালানোর সময় আটক

সময় ০৩:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ভুট্টাক্ষেতে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন তার মা। পরে অভিযুক্ত যুবক বোরকা পরে কৌশলে পালানোর সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

জানা গেছে, মঙ্গলবার (১৮ মার্চ) সকাল এগারোটা নাগাদ ভুক্তভোগী ওই ছাত্রী স্কুল হতে ফেরার পথে মিঠাপুকুর থানাধীন চিথলী পশ্চিম পাড়া গ্রামের শাহ আলম জোর করে টেনে নিয়ে গিয়ে ভুট্টাক্ষেতে ধর্ষণ করে। এ ঘটনায় বাদী মামলা রুজু করলে ৬ ঘণ্টার মধ্যে মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার, ফোর্স ও এলাকাবাসীর সহায়তায় ধর্ষক শাহ আলমকে বোরখা পরিহিত অবস্থায় পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার করে।

মিঠাপুকুর থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, মঙ্গলবার সকালে শিশুটি প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরেছিল। এ সময় শিশুটি উপজেলার চিথলী পশ্চিম পাড়ায় আসা মাত্র চিথলী পশ্চিম পাড়া গ্রামের দুই সন্তানের জনক অভিযুক্ত শাহআলম (৪০) শিশুটিকে রাস্তার পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা শিশুটির কান্না শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেপ্তারে মরিয়া হয়ে উঠে। এর ছয় ঘণ্টা পর পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে ধর্ষক শাহআলম আটক হয়।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম রফিক জানান, ধর্ষক শাহ আলম (আলম)কে, গ্রেপ্তার করা হয়েছে। তবে উত্তেজিত জনতার রোষানল থেকে ধর্ষককে উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যরাও আহত হয়েছে। বুধবার ধর্ষক শাহ আলমকে কোর্টের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ধর্ষকের শাস্তির দাবিতে স্লোগান মুখরিত হয়ে ওঠে মিঠাপুকুর উপজেলা ফ্লাইওভার প্রাঙ্গণ, রাজপথ ও থানা চত্বর। স্লোগানে ধর্ষকের মৃত্যুদণ্ড ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় এবং দেশব্যাপী ধারাবাহিক ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষুব্ধ ছাত্রজনতা।