০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমে বিচার, তারপর অন্যান্য কাজ

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সময় ০৬:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 56

কক্সবাজারে জামায়াতে ইসলামের আমীর শফিকুর রহমান

জামায়াতে ইসলামের আমীর শফিকুর রহমান চব্বিশের গণহত্যার বিচার দাবি করে বলেন, “আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, তবে সব অপকর্মের বিচার হওয়া প্রয়োজন, বিশেষ করে ২৪ সালের গণহত্যার বিচার।” তিনি জানান, “প্রথমে বিচার, তারপর অন্যান্য কাজ। তা না হলে শহীদের আত্মা কষ্ট পাবে।”

শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজার সরকারি কলেজের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশে জন্মগ্রহণ করা প্রত্যেক নাগরিক দেশের মর্যাদাবান ও গর্বিত। ইসলাম বা অন্য কোনো ধর্মের কেউ কাউকে ধর্ম চাপিয়ে দিতে পারে না।”

শফিকুর রহমান আরও বলেন, “বাংলাদেশে মেজরিটি-মাইনরিটি শব্দ ব্যবহার করে ধর্মীয় বিভেদ সৃষ্টি করা হয়েছে, যার ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। জামায়াতে ইসলামের ওপর সব অভিযোগ চাপানো হয়েছে, যা সঠিক নয়।”

ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা দায় নিতে প্রস্তুত। ৫৪ বছরে জামায়াতের কর্মীরা কোথায় কোথায় অপকর্ম করেছে, তা স্পষ্ট করে আমাদের জানালে আমরা ন্যায়বিচার নিশ্চয়ই তাদের হাতে তুলে দেব।” তিনি জামায়াতের সহকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের অপকর্মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

কক্সবাজারে জামায়াতে ইসলামের আমীর শফিকুর রহমান
কক্সবাজারে জামায়াতে ইসলামের আমীর শফিকুর রহমান

তিনি চব্বিশের আন্দোলনকারীদের সম্মান জানিয়ে বলেন, “তোমাদের নেতৃত্বে আমরা ১৫ বছর আন্দোলন করেছি। তবে সাড়ে ১৫ বছরের ধারাবাহিকতায় তোমাদের নেতৃত্বে জাতি শেষ আঘাতটা ফ্যাসিজমের উপর দিয়েছিল, আর জাতি সফল হয়েছে।”

বিশ্বের অনেক স্বাধীন দেশের মতো বাংলাদেশও মাথা উঁচু করে দাঁড়াবে এমন আশা ছিল, তবে বাস্তবে সেই আশা পূর্ণ হয়নি বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা এখনও স্বাধীন বিচার ব্যবস্থায় ফিরে আসতে পারিনি।”

তিনি আরও বলেন, “আইন অঙ্গনে যারা বেআইনি কর্মকাণ্ড করেছেন, তাদের বিচার পাওয়া সম্ভব নয়। প্রধান বিচারপতির দরজায় যারা লাথি দিয়েছিলেন, তাদের কাছ থেকে কোনো ন্যায়বিচার আশা করা যায় না।”

সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বক্তব্য নিয়ে পুলিশের সদস্যদের সাবধান করে তিনি বলেন, “ফাঁদে পা দেবেন না।”

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারি সভাপতিত্বে এই সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রথমে বিচার, তারপর অন্যান্য কাজ

সময় ০৬:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াতে ইসলামের আমীর শফিকুর রহমান চব্বিশের গণহত্যার বিচার দাবি করে বলেন, “আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, তবে সব অপকর্মের বিচার হওয়া প্রয়োজন, বিশেষ করে ২৪ সালের গণহত্যার বিচার।” তিনি জানান, “প্রথমে বিচার, তারপর অন্যান্য কাজ। তা না হলে শহীদের আত্মা কষ্ট পাবে।”

শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজার সরকারি কলেজের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশে জন্মগ্রহণ করা প্রত্যেক নাগরিক দেশের মর্যাদাবান ও গর্বিত। ইসলাম বা অন্য কোনো ধর্মের কেউ কাউকে ধর্ম চাপিয়ে দিতে পারে না।”

শফিকুর রহমান আরও বলেন, “বাংলাদেশে মেজরিটি-মাইনরিটি শব্দ ব্যবহার করে ধর্মীয় বিভেদ সৃষ্টি করা হয়েছে, যার ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। জামায়াতে ইসলামের ওপর সব অভিযোগ চাপানো হয়েছে, যা সঠিক নয়।”

ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা দায় নিতে প্রস্তুত। ৫৪ বছরে জামায়াতের কর্মীরা কোথায় কোথায় অপকর্ম করেছে, তা স্পষ্ট করে আমাদের জানালে আমরা ন্যায়বিচার নিশ্চয়ই তাদের হাতে তুলে দেব।” তিনি জামায়াতের সহকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের অপকর্মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

কক্সবাজারে জামায়াতে ইসলামের আমীর শফিকুর রহমান
কক্সবাজারে জামায়াতে ইসলামের আমীর শফিকুর রহমান

তিনি চব্বিশের আন্দোলনকারীদের সম্মান জানিয়ে বলেন, “তোমাদের নেতৃত্বে আমরা ১৫ বছর আন্দোলন করেছি। তবে সাড়ে ১৫ বছরের ধারাবাহিকতায় তোমাদের নেতৃত্বে জাতি শেষ আঘাতটা ফ্যাসিজমের উপর দিয়েছিল, আর জাতি সফল হয়েছে।”

বিশ্বের অনেক স্বাধীন দেশের মতো বাংলাদেশও মাথা উঁচু করে দাঁড়াবে এমন আশা ছিল, তবে বাস্তবে সেই আশা পূর্ণ হয়নি বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা এখনও স্বাধীন বিচার ব্যবস্থায় ফিরে আসতে পারিনি।”

তিনি আরও বলেন, “আইন অঙ্গনে যারা বেআইনি কর্মকাণ্ড করেছেন, তাদের বিচার পাওয়া সম্ভব নয়। প্রধান বিচারপতির দরজায় যারা লাথি দিয়েছিলেন, তাদের কাছ থেকে কোনো ন্যায়বিচার আশা করা যায় না।”

সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বক্তব্য নিয়ে পুলিশের সদস্যদের সাবধান করে তিনি বলেন, “ফাঁদে পা দেবেন না।”

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারি সভাপতিত্বে এই সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন।