১১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানি চিটাগুড় মোংলা থেকে রেলযোগে সিরাজগঞ্জে

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সময় ১০:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • / 50

পাকিস্তানি চিটাগুড় মোংলা থেকে রেলযোগে সিরাজগঞ্জে

পাকিস্তান থেকে আমদানিকৃত চিটাগুড় (Molasses) মোংলা বন্দর থেকে প্রথমবারের মতো রেলযোগে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে পাঠানো হয়েছে।

মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে ৩০টি ওয়াগনবাহী ট্রেনের মাধ্যমে ১,০৫০ টন চিটাগুড় রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির উদ্দেশ্যে চলে গেছে। বলে নিশ্চিত করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জামান।

তিনি বলেন, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পাইপলাইনের মাধ্যমে চিটাগুড় ট্রেনের ওয়াগনগুলোতে লোড করা হয়, এরপর তা মোংলা বন্দর থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। অবশিষ্ট চিটাগুড় ধাপে ধাপে সড়ক ও রেলপথে বাঘাবাড়িতে পৌঁছানো হবে এবং পরে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।।

তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে পানামা পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন ১৯ মোংলা বন্দরে পৌঁছায়, যা ৫,৫০০ মেট্রিক টন চিটাগুড় বহন করেছিল। বন্দরে পণ্য খালাসের পর তা সংরক্ষণের জন্য মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে রাখা হয়।

শেয়ার করুন

পাকিস্তানি চিটাগুড় মোংলা থেকে রেলযোগে সিরাজগঞ্জে

সময় ১০:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তান থেকে আমদানিকৃত চিটাগুড় (Molasses) মোংলা বন্দর থেকে প্রথমবারের মতো রেলযোগে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে পাঠানো হয়েছে।

মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে ৩০টি ওয়াগনবাহী ট্রেনের মাধ্যমে ১,০৫০ টন চিটাগুড় রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির উদ্দেশ্যে চলে গেছে। বলে নিশ্চিত করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জামান।

তিনি বলেন, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পাইপলাইনের মাধ্যমে চিটাগুড় ট্রেনের ওয়াগনগুলোতে লোড করা হয়, এরপর তা মোংলা বন্দর থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। অবশিষ্ট চিটাগুড় ধাপে ধাপে সড়ক ও রেলপথে বাঘাবাড়িতে পৌঁছানো হবে এবং পরে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।।

তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে পানামা পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন ১৯ মোংলা বন্দরে পৌঁছায়, যা ৫,৫০০ মেট্রিক টন চিটাগুড় বহন করেছিল। বন্দরে পণ্য খালাসের পর তা সংরক্ষণের জন্য মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে রাখা হয়।