১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

নিউজ ডেস্ক
  • সময় ১১:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 30

নাইক্ষ্যংছড়িতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তুমব্রু বাজার এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবক মর্টার শেলটি হাতে নিয়ে তুমব্রু বাজারে বিক্রির চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওসি মাসরুরুল হক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং সামরিক বাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে।

শেয়ার করুন

নাইক্ষ্যংছড়িতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

সময় ১১:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তুমব্রু বাজার এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবক মর্টার শেলটি হাতে নিয়ে তুমব্রু বাজারে বিক্রির চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওসি মাসরুরুল হক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং সামরিক বাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে।