দুইটি প্রশ্নের উত্তর দিয়েছেন আসিফ নজরুল

- সময় ০৯:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 109
২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে জেনেভায়। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
প্রতিবেদন উপস্থাপনের পর বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত ব্যক্ত করেন। এর মধ্যে সংখ্যালঘু ইস্যু ও পার্বত্য চট্টগ্রামে নির্বাচনসংক্রান্ত দুটি প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সংখ্যালঘু ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যা আওয়ামী লীগ সরকারের নির্যাতনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে এসেছে। যারা বছরের পর বছর ধরে নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিরুদ্ধে কিছু হামলার ঘটনা ঘটেছে, যা আমরা নিন্দা জানাই। তবে অধিকাংশ হামলার শিকার হয়েছেন মুসলিমরা, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা খুবই সামান্য। তাই এটিকে শুধুমাত্র সংখ্যালঘু নির্যাতন হিসেবে চিহ্নিত করা হলে তিনি একমত নন। এ বিষয়ে সরকারের কাছে যথাযথ পরিসংখ্যান ও যাচাই করা তথ্য রয়েছে বলে জানান তিনি।
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন নিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এটি পার্বত্য চট্টগ্রাম হোক বা দেশের অন্য যে কোনো এলাকা হোক, সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। ইতোমধ্যে স্থানীয় সরকার ইস্যুতে একটি কমিশন গঠন করা হয়েছে, যা এ বিষয়ে কাজ করছে।
প্রতিবেদন উপস্থাপনের আগের দিন জানানো হয়, বাংলাদেশে মানবাধিকার, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করা হবে। এতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরাও অংশ নেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited