দীঘিনালা সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

- সময় ০৩:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 74
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন “দি বেবী টাইগার্স” এর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসা, গৃহ নির্মাণ এবং শিক্ষা খাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় দীঘিনালা সেনা জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি এবং এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেনসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা।

সরজমিনে দেখা যায়, বসতঘর নির্মাণের জন্য ১০ জনকে ঢেউটিন প্রদান করা হয়েছে, চিকিৎসার জন্য ১০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং শিক্ষা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি বলেন, “মানুষজন বিভিন্ন সাহায্যের জন্য দরখাস্ত করেছিলেন, যার প্রেক্ষিতে আমরা এই মানবিক সহায়তা প্রদান করছি। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, বিশেষ করে শিক্ষার্থীদের সহায়তা প্রদান, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং গৃহহীনদের পুনর্বাসনে সহায়তা করছি।”
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited