১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লির সম্মেলনে গুরুত্ব পাচ্ছে চার ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ১০:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 42

বিজিবি-বিএসএফ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর দ্বিবার্ষিক সীমান্ত সম্মেলন। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। এবারের সম্মেলনে মূলত চারটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েই দু’দেশের আলোচনা হবে বলে জানিয়েছে বিএসএফ সূত্র।

বাহিনীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি বিএসএফ সদর দপ্তরে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ-এর নেতৃত্বে থাকবেন মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী।

এই সম্মেলন ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে। এর মধ্যে সীমান্তে বেড়া নির্মাণ, সীমান্ত এলাকায় উত্তেজনা প্রশমনে করণীয়, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পাবে।

এর আগে, দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর দ্বিবার্ষিক সম্মেলন গত বছরের মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যজুড়ে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ২,২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ে ৪৪৩ কিলোমিটার, আসামে ২৬২ কিলোমিটার এবং মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে।

 

শেয়ার করুন

দিল্লির সম্মেলনে গুরুত্ব পাচ্ছে চার ইস্যু

সময় ১০:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর দ্বিবার্ষিক সীমান্ত সম্মেলন। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। এবারের সম্মেলনে মূলত চারটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েই দু’দেশের আলোচনা হবে বলে জানিয়েছে বিএসএফ সূত্র।

বাহিনীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি বিএসএফ সদর দপ্তরে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ-এর নেতৃত্বে থাকবেন মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী।

এই সম্মেলন ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে। এর মধ্যে সীমান্তে বেড়া নির্মাণ, সীমান্ত এলাকায় উত্তেজনা প্রশমনে করণীয়, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পাবে।

এর আগে, দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর দ্বিবার্ষিক সম্মেলন গত বছরের মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যজুড়ে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ২,২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ে ৪৪৩ কিলোমিটার, আসামে ২৬২ কিলোমিটার এবং মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে।