০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেন থেকে ছয় কোটি টাকার এলএসডি- জুয়েলারি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ১০:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 21

কুষ্টিয়ায় ট্রেন থেকে মাদক ও জুয়েলারি উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী ট্রেন থেকে প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকার এলএসডি ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছে বর্ডার গার্ড ৪৭ ব্যাটালিয়ন(বিজিবি)।

এ সময় ১২ বোতল এলএসডি ও বিভিন্ন প্রকারের ১২১০ পিস ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়।

বুধবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে খুলনা হতে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন থেকে এসব উদ্ধার করে বিজিবি।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে।

কুষ্টিয়ায় ট্রেন থেকে মাদক ও জুয়েলারি উদ্ধার
কুষ্টিয়ায় ট্রেন থেকে মাদক ও জুয়েলারি উদ্ধার

এ সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভেড়ামারা রেলস্টেশনে অবস্থান নেয়। এসময় চিত্রা এক্সপ্রেস ট্রেন ভেড়ামারা রেলস্টেশনে এসে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ১২ বোতল ভারতীয় এলএসডি ও ভারতীয় বিভিন্ন প্রকারের ১২১০ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারি উদ্ধারের ব্যাপারে বিধি অনুযায়ী ভেড়ামারা রেলওয়ে স্টেশন খানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

ট্রেন থেকে ছয় কোটি টাকার এলএসডি- জুয়েলারি উদ্ধার

সময় ১০:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী ট্রেন থেকে প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকার এলএসডি ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছে বর্ডার গার্ড ৪৭ ব্যাটালিয়ন(বিজিবি)।

এ সময় ১২ বোতল এলএসডি ও বিভিন্ন প্রকারের ১২১০ পিস ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়।

বুধবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে খুলনা হতে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন থেকে এসব উদ্ধার করে বিজিবি।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে।

কুষ্টিয়ায় ট্রেন থেকে মাদক ও জুয়েলারি উদ্ধার
কুষ্টিয়ায় ট্রেন থেকে মাদক ও জুয়েলারি উদ্ধার

এ সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভেড়ামারা রেলস্টেশনে অবস্থান নেয়। এসময় চিত্রা এক্সপ্রেস ট্রেন ভেড়ামারা রেলস্টেশনে এসে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ১২ বোতল ভারতীয় এলএসডি ও ভারতীয় বিভিন্ন প্রকারের ১২১০ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারি উদ্ধারের ব্যাপারে বিধি অনুযায়ী ভেড়ামারা রেলওয়ে স্টেশন খানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।