১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০১:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 45

চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

ঢাকার শাহবাগে চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে অবস্থান নেন, এতে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

শিক্ষার্থীদের দাবি— ডিপ্লোমা কোর্স চার বছরের পরিবর্তে পাঁচ বছর করা, শিক্ষানবিসকাল এক বছর থেকে ছয় মাসে কমানো, সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে তাদের স্বীকৃতি ও পদোন্নতির সুষ্ঠু ব্যবস্থা করা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি পূরণ না হলে তারা আরও বড় আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, আন্দোলনের কারণে শাহবাগ এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

শেয়ার করুন

চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

সময় ০১:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকার শাহবাগে চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে অবস্থান নেন, এতে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

শিক্ষার্থীদের দাবি— ডিপ্লোমা কোর্স চার বছরের পরিবর্তে পাঁচ বছর করা, শিক্ষানবিসকাল এক বছর থেকে ছয় মাসে কমানো, সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে তাদের স্বীকৃতি ও পদোন্নতির সুষ্ঠু ব্যবস্থা করা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি পূরণ না হলে তারা আরও বড় আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, আন্দোলনের কারণে শাহবাগ এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।