০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নিজ ঘরে বৃদ্ধ দম্পতির রহস্যময় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সময় ১০:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 25

কুষ্টিয়ায় নিজ ঘরে বৃদ্ধ দম্পতির রহস্যময় মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ ঘর থেকে এক বৃদ্ধ দম্পতির রহস্যময় লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ফারাকপুর গোরস্তানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদ উদ্দীন (৭৫) ও রাবেয়া খাতুন (৬৫)।

স্থানীয়রা জানান, ফরিদের গ্রামের বাড়ি নাটোরে, সেখানে তাঁর প্রথম স্ত্রী ও সন্তানরা বসবাস করেন। দ্বিতীয় স্ত্রী রাবেয়ার সঙ্গে তিনি ভেড়ামারায় থাকতেন। রাবেয়ার প্রথম পক্ষের দুই ছেলে কাছেই অন্য একটি বাড়িতে থাকতেন। সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা দিয়ে ভেতরে ঝুলন্ত লাশ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতদের ছেলে রাজিব বলেন, “বাবা-মা আলাদা থাকতেন, তবে আমাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। এই ঘটনা আমাদের জন্য রহস্যজনক।”

ভেড়ামারা থানার ওসি শেখ শহীদুল ইসলাম জানান, “ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাবেয়ার লাশ বিছানায় মাথা ঢাকা অবস্থায় পাওয়া গেছে, তাঁর গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পাশেই ফরিদের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাবেয়াকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুন

কুষ্টিয়ায় নিজ ঘরে বৃদ্ধ দম্পতির রহস্যময় মৃত্যু

সময় ১০:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ ঘর থেকে এক বৃদ্ধ দম্পতির রহস্যময় লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ফারাকপুর গোরস্তানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদ উদ্দীন (৭৫) ও রাবেয়া খাতুন (৬৫)।

স্থানীয়রা জানান, ফরিদের গ্রামের বাড়ি নাটোরে, সেখানে তাঁর প্রথম স্ত্রী ও সন্তানরা বসবাস করেন। দ্বিতীয় স্ত্রী রাবেয়ার সঙ্গে তিনি ভেড়ামারায় থাকতেন। রাবেয়ার প্রথম পক্ষের দুই ছেলে কাছেই অন্য একটি বাড়িতে থাকতেন। সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা দিয়ে ভেতরে ঝুলন্ত লাশ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতদের ছেলে রাজিব বলেন, “বাবা-মা আলাদা থাকতেন, তবে আমাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। এই ঘটনা আমাদের জন্য রহস্যজনক।”

ভেড়ামারা থানার ওসি শেখ শহীদুল ইসলাম জানান, “ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাবেয়ার লাশ বিছানায় মাথা ঢাকা অবস্থায় পাওয়া গেছে, তাঁর গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পাশেই ফরিদের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাবেয়াকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে।