আ. লীগ–জাপা ছাড়া নির্বাচনকে নিরপেক্ষ বলা যাবে না: জি এম কাদের

- সময় ১০:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / 28
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোককে নিয়ে নির্বাচন হবে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘এই নির্বাচনকে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলা যাবে না।’
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর নগরীর একটি জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি, রংপুর মহানগর, জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন জি এম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এখন পযর্ন্ত মানুষের ভরসা সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করা মোটেও কাম্য নয়। দেশ একটা ভয়াবহ পস্থিতির মধ্যে যাচ্ছে; বিভিন্নভাবে পুলিশ ব্যবহার হচ্ছে।’
জি এম কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টিকে মাইনাস করে নির্বাচন করার প্রস্তুতি চলছে; নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস,এম, ইয়াসীরসহ রংপুর মহানগর, জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শেয়ার করুন

আ. লীগ–জাপা ছাড়া নির্বাচনকে নিরপেক্ষ বলা যাবে না: জি এম কাদের

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোককে নিয়ে নির্বাচন হবে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘এই নির্বাচনকে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলা যাবে না।’
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর নগরীর একটি জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি, রংপুর মহানগর, জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন জি এম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এখন পযর্ন্ত মানুষের ভরসা সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করা মোটেও কাম্য নয়। দেশ একটা ভয়াবহ পস্থিতির মধ্যে যাচ্ছে; বিভিন্নভাবে পুলিশ ব্যবহার হচ্ছে।’
জি এম কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টিকে মাইনাস করে নির্বাচন করার প্রস্তুতি চলছে; নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস,এম, ইয়াসীরসহ রংপুর মহানগর, জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।