জুলাই আন্দোলনে এমপি-মন্ত্রীর ছেলে প্রাণ দেয়নি

- সময় ০৯:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 8
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই আন্দোলনে প্রায় ২ হাজার মানুষ প্রাণ দিয়েছে। কোনো রাজনৈতিক দল বা এমপি-মন্ত্রীর ছেলে প্রাণ দেয়নি। ৫৩ বছর পর সুযোগ এসেছে ন্যায় প্রতিষ্ঠার। এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। বিএনপি-জামায়াতসহ সব দলে ভালো মানুষ আছেন। তাই জনগণকে ভালো মানুষ বেছে নিয়ে ভোট দিতে হবে।
তিনি বলেন, অন্যদের চেয়ে তুলনামূলকভাবে আমার সক্ষমতা কম নেই। আল্লাহ একটা জায়গায় বসিয়েছে। আমার কিছু করার সুযোগ আছে; তাই আপনার জন্য কিছু করতে চাই। কেউ অসুস্থ হলে বা কোনো শিক্ষিত যুবকের চাকরির দরকার হলে; আমার দলের লোকজনকে জানাবেন। দরকার হলে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য কিছু করতে চাই।

মঙ্গলবার বিকালে জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের বেগম আরেফাতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা অধিকার পরিষদের আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, আমরা ভালো মানুষগুলো জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে কথা না বলায় সমাজের নিকৃষ্ট মানুষগুলো আমাদের নেতা হয়ে সমাজের নেতৃত্ব দিচ্ছে।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. লিয়ার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. কামাল পঞ্চায়েত সঞ্চালনা করেন।