০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ভাঙ্গারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সময় ০৫:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 40

কিশোরগঞ্জে ভাঙ্গারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় একটি ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙ্গারি দোকানে অন্যান্য ভাঙ্গারি জিনিসপত্রের সঙ্গে বোমার মতো দেখতে একটি মর্টার শেল দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাঙ্গারি দোকানটি ঘিরে ফেলে এবং সেনাবাহিনীকে খবর দেয়। মাঝরাতে সেনাবাহিনী এসে মর্টার শেলটি নিরাপত্তার জন্য বালুভর্তি একটি বালতিতে সংরক্ষণ করে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী দোকানটি তালাবদ্ধ করে রেখেছে। ঢাকার বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা এসে মর্টার শেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্যান্য লোহালক্করের সঙ্গে কেউ এটি ভাঙ্গারি দোকানে বিক্রি করেছে। ইতোমধ্যে সারাদিনের লোহালক্কর বিক্রেতাদের তালিকা সংগ্রহ করেছে পুলিশ, যাতে এর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

শেয়ার করুন

কিশোরগঞ্জে ভাঙ্গারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার

সময় ০৫:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় একটি ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙ্গারি দোকানে অন্যান্য ভাঙ্গারি জিনিসপত্রের সঙ্গে বোমার মতো দেখতে একটি মর্টার শেল দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাঙ্গারি দোকানটি ঘিরে ফেলে এবং সেনাবাহিনীকে খবর দেয়। মাঝরাতে সেনাবাহিনী এসে মর্টার শেলটি নিরাপত্তার জন্য বালুভর্তি একটি বালতিতে সংরক্ষণ করে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী দোকানটি তালাবদ্ধ করে রেখেছে। ঢাকার বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা এসে মর্টার শেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্যান্য লোহালক্করের সঙ্গে কেউ এটি ভাঙ্গারি দোকানে বিক্রি করেছে। ইতোমধ্যে সারাদিনের লোহালক্কর বিক্রেতাদের তালিকা সংগ্রহ করেছে পুলিশ, যাতে এর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।