০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে ঠিক কতো ভারতীয় আছেন!

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৯:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 85

বাংলাদেশে ঠিক কতো ভারতীয় আছেন!

বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় কাজ করেন; ৫ আগষ্টের আগে রাজনৈতিক সমালোচক আসিফ নজরুলের এমন এক মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। কিন্তু ক্ষমতায় বসায় পর আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার ওই ২৬ লাখের বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য উত্থাপণ করতে পারেননি। এরপরেও মানুষের আগ্রহ শেষ হয়ে যায়নি!

সাধারণ মানুষ জানতে চান; বাংলাদেশে ঠিক কতো ভারতীয় নাগরিক বৈধ ও অবৈধভাবে বসবাস করছেন। এ সংক্রান্ত প্রশ্ন সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি সূত্র থেকে।

ওই সূত্রের তথ্য অনুযায়ি, বর্তমানে দেশে বৈধভাবে ৮৩ হাজার ৬৮৬ জন বিদেশি নাগরিক বাংলাদেশে বসবাস করছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ১৬ হাজার ৮৬৬ জন, ভারতীয় ১৪ হাজার ২৭৭, যুক্তরাজ্যের ১০ হাজার ৫৮২, চীনের ৮ হাজার ৬৪ ও কানাডার ৬ হাজার ৯৩ জন। এর বাইরে আরও অনেক দেশের নাগরিকরা বৈধভাবে দেশে বসবাস করছেন।

অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ভিসাসহ অবৈধভাবে দেশে অবস্থান করছেন ৬ হাজার ৯৭ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে শীর্ষ পাঁচ দেশ হলো- ভারত, চীন, নেপাল, পাকিস্তান ও ফিলিপাইন। অবৈধভাবে বসবাসকারীর মধ্যে ভারতীয়র সংখ্যা ৩ হাজার ৩৯৯, চীনের ১ হাজার ৯৯, নেপালের ৩৭৬, পাকিস্তানের ১৪০ ও ফিলিপাইনের ১৩১ জন।

এই পরিসংখ্যান অনুযায়ি, বর্তমানে বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে ১৭ হাজার ৬৭৬ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তবে এই সংখ্যা আরো বেশি ছিলো! তিন মাসে আগেও দেশে অবৈধ বিদেশি নাগরিক ছিল ৪৯ হাজার ২৬৫ জন; যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন ভারতীয় নাগরিক। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নিরাপত্তাহীনতায় অনেকেই বাংলাদেশ ছাড়েন।

সম্প্রতি নিয়মবহির্ভূতভাবে যেসব নাগরিক দেশে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে অভিযানসহ নানামুখী তৎপরতা চালানো হয়। এতে গত ১৮ নভেম্বর থেকে ৬ মার্চ পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিক কমেছে ৪৩ হাজার ১৬৮ জন। এ ছাড়া গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে জরিমানা আদায় করা হয়েছে ৪০ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকা।

গত ৮ ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এখনো কয়েক হাজার বৈধ ও অবৈধ ভারতীয় নাগরিক এখনো আছেন। তারা বিভিন্ন ব্যবসা বানিজ্য ও চাকরিতে কর্মরত আছেন। আবার অনেকেই বাংলাদেশ ত্যাগ করেছেন। কিন্তু সেটা কোনভাবেই ২৬ লাখ না! এটি হয়তো একটি রাজনৈতিক বক্তব্য ছিলো

শেয়ার করুন

বাংলাদেশে ঠিক কতো ভারতীয় আছেন!

সময় ০৯:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় কাজ করেন; ৫ আগষ্টের আগে রাজনৈতিক সমালোচক আসিফ নজরুলের এমন এক মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। কিন্তু ক্ষমতায় বসায় পর আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার ওই ২৬ লাখের বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য উত্থাপণ করতে পারেননি। এরপরেও মানুষের আগ্রহ শেষ হয়ে যায়নি!

সাধারণ মানুষ জানতে চান; বাংলাদেশে ঠিক কতো ভারতীয় নাগরিক বৈধ ও অবৈধভাবে বসবাস করছেন। এ সংক্রান্ত প্রশ্ন সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি সূত্র থেকে।

ওই সূত্রের তথ্য অনুযায়ি, বর্তমানে দেশে বৈধভাবে ৮৩ হাজার ৬৮৬ জন বিদেশি নাগরিক বাংলাদেশে বসবাস করছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ১৬ হাজার ৮৬৬ জন, ভারতীয় ১৪ হাজার ২৭৭, যুক্তরাজ্যের ১০ হাজার ৫৮২, চীনের ৮ হাজার ৬৪ ও কানাডার ৬ হাজার ৯৩ জন। এর বাইরে আরও অনেক দেশের নাগরিকরা বৈধভাবে দেশে বসবাস করছেন।

অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ভিসাসহ অবৈধভাবে দেশে অবস্থান করছেন ৬ হাজার ৯৭ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে শীর্ষ পাঁচ দেশ হলো- ভারত, চীন, নেপাল, পাকিস্তান ও ফিলিপাইন। অবৈধভাবে বসবাসকারীর মধ্যে ভারতীয়র সংখ্যা ৩ হাজার ৩৯৯, চীনের ১ হাজার ৯৯, নেপালের ৩৭৬, পাকিস্তানের ১৪০ ও ফিলিপাইনের ১৩১ জন।

এই পরিসংখ্যান অনুযায়ি, বর্তমানে বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে ১৭ হাজার ৬৭৬ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তবে এই সংখ্যা আরো বেশি ছিলো! তিন মাসে আগেও দেশে অবৈধ বিদেশি নাগরিক ছিল ৪৯ হাজার ২৬৫ জন; যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন ভারতীয় নাগরিক। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নিরাপত্তাহীনতায় অনেকেই বাংলাদেশ ছাড়েন।

সম্প্রতি নিয়মবহির্ভূতভাবে যেসব নাগরিক দেশে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে অভিযানসহ নানামুখী তৎপরতা চালানো হয়। এতে গত ১৮ নভেম্বর থেকে ৬ মার্চ পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিক কমেছে ৪৩ হাজার ১৬৮ জন। এ ছাড়া গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে জরিমানা আদায় করা হয়েছে ৪০ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকা।

গত ৮ ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এখনো কয়েক হাজার বৈধ ও অবৈধ ভারতীয় নাগরিক এখনো আছেন। তারা বিভিন্ন ব্যবসা বানিজ্য ও চাকরিতে কর্মরত আছেন। আবার অনেকেই বাংলাদেশ ত্যাগ করেছেন। কিন্তু সেটা কোনভাবেই ২৬ লাখ না! এটি হয়তো একটি রাজনৈতিক বক্তব্য ছিলো