০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমান ইস্যুতে মুখ খুললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সময় ০৮:০০:২২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 24

রুমিন ফারহানা

বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। তবে তিনি বলেন, বিএনপি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিদায় করতে পারলেও তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে ফিরতে পারেননি।

তিনি গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপি নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছে, কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটে। সন্ধ্যার পর ঢাকাসহ অনেক শহরে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় নির্বাচন। নির্বাচিত সরকার থাকলে প্রশাসন এবং পুলিশ শৃঙ্খলাবদ্ধ থাকে, এবং আইন-শৃঙ্খলা সঠিকভাবে চলে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, আর এখন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এ.বি.এম মোমিনুল হক প্রমুখ।

শেয়ার করুন

তারেক রহমান ইস্যুতে মুখ খুললেন রুমিন ফারহানা

সময় ০৮:০০:২২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। তবে তিনি বলেন, বিএনপি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিদায় করতে পারলেও তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে ফিরতে পারেননি।

তিনি গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপি নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছে, কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটে। সন্ধ্যার পর ঢাকাসহ অনেক শহরে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় নির্বাচন। নির্বাচিত সরকার থাকলে প্রশাসন এবং পুলিশ শৃঙ্খলাবদ্ধ থাকে, এবং আইন-শৃঙ্খলা সঠিকভাবে চলে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, আর এখন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এ.বি.এম মোমিনুল হক প্রমুখ।