০১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সময় ১০:৫৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 21

উলিপুর বই মেলা

‘উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ৭ দিনব্যাপী ২৯তম বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

উলিপুরের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “ফ্রেন্ডস ফেয়ার” এই আয়োজন টানা ২৯ বছরে পদার্পণ করল।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে আয়োজিত ৭ দিনব্যাপী এ বইমেলার ভার্চুয়াল উদ্বোধন করেন। তিনি বলেন, ‘একটি উপজেলা শহরে ২৯ বছর ধরে বইমেলা হচ্ছে—এটি আমাদের সংস্কৃতির জন্য আশা জাগানিয়া ঘটনা। আমি এই বইমেলার সাফল্য কামনা করছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, কলামিস্ট ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন এন.এস. আমীন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আক্তার আমীন।

সপ্তাহব্যাপী এই বইমেলার মঞ্চে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উলিপুর ফ্রেন্ডস ফেয়ার সভাপতি রেজওয়ানুল করিম লালনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুরে বইমেলার উদ্বোধন

সময় ১০:৫৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

‘উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ৭ দিনব্যাপী ২৯তম বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

উলিপুরের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “ফ্রেন্ডস ফেয়ার” এই আয়োজন টানা ২৯ বছরে পদার্পণ করল।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে আয়োজিত ৭ দিনব্যাপী এ বইমেলার ভার্চুয়াল উদ্বোধন করেন। তিনি বলেন, ‘একটি উপজেলা শহরে ২৯ বছর ধরে বইমেলা হচ্ছে—এটি আমাদের সংস্কৃতির জন্য আশা জাগানিয়া ঘটনা। আমি এই বইমেলার সাফল্য কামনা করছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, কলামিস্ট ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন এন.এস. আমীন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আক্তার আমীন।

সপ্তাহব্যাপী এই বইমেলার মঞ্চে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উলিপুর ফ্রেন্ডস ফেয়ার সভাপতি রেজওয়ানুল করিম লালনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।