১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করতে আগ্রহী সেনাবাহিনী

সিনিয়র প্রতিবেদক
  • সময় ১১:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 45

কর্নেল শফিকুল ইসলাম

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আসন্ন মাহে রমজানে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার চাইলে সেনাবাহিনী কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে গত ৫০ দিনে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই তথ্য দেন কর্নেল শফিকুল ইসলাম।

তিনি বলেন, “বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের একটি বিশেষ মন্ত্রণালয় এবং একটি বিশেষ দল রয়েছে। তারা বিষয়টি বিবেচনা করছে। সরকার যদি সহায়তা চায়, তাহলে সেনাবাহিনী সেই কাজ করবে।”

সেনাবাহিনীর অন্যান্য কার্যক্রম সম্পর্কে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “সেনাসদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।”

এ ব্রিফিংয়ে গত ২৮ ডিসেম্বর থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ দিনের সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়। এতে বলা হয়, এই সময়ের মধ্যে সেনাবাহিনী ১৭২টি অবৈধ অস্ত্র এবং ৫২৭টি গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও গাজীপুর, আশুলিয়া, সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ৮৮টি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মূল সড়কে ৩০টি অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে সেনাবাহিনী।

গত এক মাসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত ১৪টি, সরকারি সংস্থা বা অফিস সম্পর্কিত ৩টি, রাজনৈতিক কোন্দল সম্পর্কিত ৯টি এবং অন্যান্য ১৬টি ঘটনা ছিল।

এছাড়া গত এক মাসে বিভিন্ন অপরাধে ২ হাজার ১৪২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। কর্নেল শফিকুল ইসলাম বলেন, মব জাস্টিসসহ চাঁদাবাজি, চুরি, রাহাজানি ও হত্যা আগের তুলনায় অনেক কমে এসেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত অনেক শিক্ষার্থীকে সেনাবাহিনী চিকিৎসা সেবা দিয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করতে আগ্রহী সেনাবাহিনী

সময় ১১:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আসন্ন মাহে রমজানে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার চাইলে সেনাবাহিনী কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে গত ৫০ দিনে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই তথ্য দেন কর্নেল শফিকুল ইসলাম।

তিনি বলেন, “বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের একটি বিশেষ মন্ত্রণালয় এবং একটি বিশেষ দল রয়েছে। তারা বিষয়টি বিবেচনা করছে। সরকার যদি সহায়তা চায়, তাহলে সেনাবাহিনী সেই কাজ করবে।”

সেনাবাহিনীর অন্যান্য কার্যক্রম সম্পর্কে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “সেনাসদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।”

এ ব্রিফিংয়ে গত ২৮ ডিসেম্বর থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ দিনের সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়। এতে বলা হয়, এই সময়ের মধ্যে সেনাবাহিনী ১৭২টি অবৈধ অস্ত্র এবং ৫২৭টি গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও গাজীপুর, আশুলিয়া, সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ৮৮টি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মূল সড়কে ৩০টি অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে সেনাবাহিনী।

গত এক মাসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত ১৪টি, সরকারি সংস্থা বা অফিস সম্পর্কিত ৩টি, রাজনৈতিক কোন্দল সম্পর্কিত ৯টি এবং অন্যান্য ১৬টি ঘটনা ছিল।

এছাড়া গত এক মাসে বিভিন্ন অপরাধে ২ হাজার ১৪২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। কর্নেল শফিকুল ইসলাম বলেন, মব জাস্টিসসহ চাঁদাবাজি, চুরি, রাহাজানি ও হত্যা আগের তুলনায় অনেক কমে এসেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত অনেক শিক্ষার্থীকে সেনাবাহিনী চিকিৎসা সেবা দিয়েছে বলেও জানান তিনি।