১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্কিত বক্তব্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

মাসুদ রানা,মোংলা
  • সময় ০৭:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 56

বিতর্কিত বক্তব্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। তার বিরুদ্ধে পবিত্র কোরআন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে তিনি দাবী করেছেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

রোববার দুপুরে মোংলার মাদ্রাসা রোডে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোঃ জুলফিকার আলী বলেন, “আমি একজন ধর্মপ্রাণ মুসলমান এবং মহান আল্লাহর অশেষ রহমতে একাধিকবার পবিত্র হজ পালনের সৌভাগ্য হয়েছে। আমি দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার ধর্মবিশ্বাস অটুট এবং আমি সবসময় ইসলামের পথে চলার চেষ্টা করি।”

বিতর্কিত মন্তব্যের বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “গত ১৫ ফেব্রুয়ারি বিএনপির এক জনসভায় সভাপতির দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছি। আমি বলেছিলাম— কিছু রাজনৈতিক ব্যক্তি পবিত্র কোরআন নিয়ে ভাওতাবাজি করেন। এটি আমার ভুল ছিল এবং আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।”

তাছাড়া তিনি আরও বলেন, “একটি স্বার্থান্বেষী মহল আমার বক্তব্যকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি আমার নজরে আসার পর আমি মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চেয়েছি এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এর ব্যাখ্যা দিয়েছি।”

সংবাদ সম্মেলনের শেষে তিনি পুনরায় মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ক্ষমা চেয়ে বলেন, “গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। আমি সবসময় ইসলাম ও ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুব রহমান মানিক, এমরান হোসেন, খোরশেদ আলম, মোঃ আলাউদ্দিন, মোঃ রাজ্জাক, মোঃ নাসিরসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

শেয়ার করুন

বিতর্কিত বক্তব্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

সময় ০৭:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। তার বিরুদ্ধে পবিত্র কোরআন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে তিনি দাবী করেছেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

রোববার দুপুরে মোংলার মাদ্রাসা রোডে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোঃ জুলফিকার আলী বলেন, “আমি একজন ধর্মপ্রাণ মুসলমান এবং মহান আল্লাহর অশেষ রহমতে একাধিকবার পবিত্র হজ পালনের সৌভাগ্য হয়েছে। আমি দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার ধর্মবিশ্বাস অটুট এবং আমি সবসময় ইসলামের পথে চলার চেষ্টা করি।”

বিতর্কিত মন্তব্যের বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “গত ১৫ ফেব্রুয়ারি বিএনপির এক জনসভায় সভাপতির দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছি। আমি বলেছিলাম— কিছু রাজনৈতিক ব্যক্তি পবিত্র কোরআন নিয়ে ভাওতাবাজি করেন। এটি আমার ভুল ছিল এবং আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।”

তাছাড়া তিনি আরও বলেন, “একটি স্বার্থান্বেষী মহল আমার বক্তব্যকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি আমার নজরে আসার পর আমি মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চেয়েছি এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এর ব্যাখ্যা দিয়েছি।”

সংবাদ সম্মেলনের শেষে তিনি পুনরায় মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ক্ষমা চেয়ে বলেন, “গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। আমি সবসময় ইসলাম ও ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুব রহমান মানিক, এমরান হোসেন, খোরশেদ আলম, মোঃ আলাউদ্দিন, মোঃ রাজ্জাক, মোঃ নাসিরসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।