০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে: নিহত ১ আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সময় ০৯:৫২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 30

বরযাত্রীবাহী বাস

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে মুক্তি (৪৫) নামে এক নারী নিহত হন এবং আহত হয়েছেন ২৫ জন বরযাত্রী। নিহত মুক্তি রাজবাড়ী জেলার সদর উপজেলার বিনদপুর এলাকার মৃত দিলু কুমার দাসের স্ত্রী।

শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং স্থানীয় ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে পাঠান।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, বরিশালের গৌরনদী থেকে রাজবাড়ীর গোয়ালন্দ যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে: নিহত ১ আহত ২৫

সময় ০৯:৫২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে মুক্তি (৪৫) নামে এক নারী নিহত হন এবং আহত হয়েছেন ২৫ জন বরযাত্রী। নিহত মুক্তি রাজবাড়ী জেলার সদর উপজেলার বিনদপুর এলাকার মৃত দিলু কুমার দাসের স্ত্রী।

শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং স্থানীয় ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে পাঠান।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, বরিশালের গৌরনদী থেকে রাজবাড়ীর গোয়ালন্দ যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।