০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আ. লীগের রাতের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান শামার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সময় ১১:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 45

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয়। তাই বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের কেউ রাতে ফোন দিলে তাকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি)  ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। বিএনপির কোনো নেতাকর্মী দখলবাজি বা চাঁদাবাজিতে জড়িত হলে দলের পক্ষ থেকে তার দায়িত্ব নেওয়া হবে না। জনগণের পাশে থেকে দলকে সুসংগঠিত করার তাগিদ দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ‘খুনের রানী, গুমের রানী শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা উচিত। আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে দেশে আরেকটি বিপ্লব হবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের মতো আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করা উচিত। আইন তৈরি করে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে এই দলকে নিষিদ্ধ করা যেতে পারে।’

গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর যারা নির্যাতন চালিয়েছে, তাদের বিএনপিতে ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে ও সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতারা।

জেলা বিএনপির আসন্ন কাউন্সিলে নেতা নির্বাচনের পদ্ধতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। সভায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

আ. লীগের রাতের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান শামার

সময় ১১:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয়। তাই বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের কেউ রাতে ফোন দিলে তাকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি)  ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। বিএনপির কোনো নেতাকর্মী দখলবাজি বা চাঁদাবাজিতে জড়িত হলে দলের পক্ষ থেকে তার দায়িত্ব নেওয়া হবে না। জনগণের পাশে থেকে দলকে সুসংগঠিত করার তাগিদ দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ‘খুনের রানী, গুমের রানী শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা উচিত। আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে দেশে আরেকটি বিপ্লব হবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের মতো আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করা উচিত। আইন তৈরি করে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে এই দলকে নিষিদ্ধ করা যেতে পারে।’

গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর যারা নির্যাতন চালিয়েছে, তাদের বিএনপিতে ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে ও সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতারা।

জেলা বিএনপির আসন্ন কাউন্সিলে নেতা নির্বাচনের পদ্ধতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। সভায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।