চট্টগ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, নিহত দুই

- সময় ১০:৩০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
- / 37
চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে সওদাগর কলোনির একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতবাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তারা প্রায় ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত চলছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited