১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে বাড়ি ভাঙতে গিয়ে ২০ ভ্যান্ডালিস্ট আহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সময় ১১:১৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 63

২০ হামলাকারী আহত

গাজীপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের মারধরের শিকার হন হামলা করতে যাওয়া ছাত্র-জনতা, যার ফলে অন্তত ২০ জন আহত হয়।

শিক্ষার্থীরা জানায়, সন্ধ্যায় অজানা নম্বর থেকে ফোনে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটকের খবর দেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দলের ২০-৩০ জন সদস্য সেখানে গিয়ে পৌঁছায়। এ সময় মসজিদের মাইক থেকে ডাকাতির খবর ছড়িয়ে দিলে স্থানীয়রা একযোগে ছাত্রদের ওপর হামলা চালায়, এবং এতে ২০ জনের বেশি আহত হয়।

হামলাকরী আহতদের মধ্যে মো. হিমেল, নাভিল আহাম্মেদ, মো. হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু, বিশাল, ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার জানান, ১৫-১৬ জনকে তাজউদ্দীন মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, এবং তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

পরে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় সেনাবাহিনী। অবস্থা গুরুতর হওয়ায় ৫ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে, আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সচিব সারজিস আলম।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে।

শেয়ার করুন

গাজীপুরে বাড়ি ভাঙতে গিয়ে ২০ ভ্যান্ডালিস্ট আহত

সময় ১১:১৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের মারধরের শিকার হন হামলা করতে যাওয়া ছাত্র-জনতা, যার ফলে অন্তত ২০ জন আহত হয়।

শিক্ষার্থীরা জানায়, সন্ধ্যায় অজানা নম্বর থেকে ফোনে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটকের খবর দেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দলের ২০-৩০ জন সদস্য সেখানে গিয়ে পৌঁছায়। এ সময় মসজিদের মাইক থেকে ডাকাতির খবর ছড়িয়ে দিলে স্থানীয়রা একযোগে ছাত্রদের ওপর হামলা চালায়, এবং এতে ২০ জনের বেশি আহত হয়।

হামলাকরী আহতদের মধ্যে মো. হিমেল, নাভিল আহাম্মেদ, মো. হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু, বিশাল, ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার জানান, ১৫-১৬ জনকে তাজউদ্দীন মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, এবং তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

পরে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় সেনাবাহিনী। অবস্থা গুরুতর হওয়ায় ৫ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে, আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সচিব সারজিস আলম।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে।