০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজপথে নামলেন জুলাই আন্দোলনের আহতরা

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৫:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 57

রাজপথে নামলেন জুলাই আন্দোলনের আহতরা

জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন, ক্যটাগরি পদ্ধতি বাতিলসহ দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে রাজপথে নেমেছেন। তারা দাবি করেছেন, আহতদের ক্যাটাগরি করার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হয়েছে।

জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা রোববার (২ জানুয়ারি) মিরপুর রোডে শ্যামলীতে অবস্থান নেন। বন্ধ হয়ে যায় উভয়পাশের যান চলাচল।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম।

তিনি বলেন, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করেছেন চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।

এদিকে একই দাবিতে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আহতরা।

রাজপথে নামলেন জুলাই আন্দোলনের আহতরা
রাজপথে নামলেন জুলাই আন্দোলনের আহতরা

সে সময় আন্দোলনকারীরা বলেন, ‘একটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর আবার আমাদের কেন দাবি-দাওয়ার জন্য আন্দোলন করতে হবে? আমরা এই দেশের জন্য আন্দোলন করেছি। রাষ্ট্রের মানুষের জন্য আন্দোলন করেছি, অথচ আমাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। এটাই কি হওয়ার কথা ছিল? এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। স্বীকৃতি দেয়া হচ্ছে না। আমাদের পুনর্বাসন করা হচ্ছে না।’

এ সময় জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ও সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেগুলো বাদ দেয়াসহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা। তাদের ভাষ্য, এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এছাড়া অসুস্থদের দ্রুত সময়ের মধ্য উন্নত চিকিৎসার জন্য পাঠানোরও দাবি জানানো হয়।

 

শেয়ার করুন

রাজপথে নামলেন জুলাই আন্দোলনের আহতরা

সময় ০৫:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন, ক্যটাগরি পদ্ধতি বাতিলসহ দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে রাজপথে নেমেছেন। তারা দাবি করেছেন, আহতদের ক্যাটাগরি করার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হয়েছে।

জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা রোববার (২ জানুয়ারি) মিরপুর রোডে শ্যামলীতে অবস্থান নেন। বন্ধ হয়ে যায় উভয়পাশের যান চলাচল।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম।

তিনি বলেন, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করেছেন চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।

এদিকে একই দাবিতে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আহতরা।

রাজপথে নামলেন জুলাই আন্দোলনের আহতরা
রাজপথে নামলেন জুলাই আন্দোলনের আহতরা

সে সময় আন্দোলনকারীরা বলেন, ‘একটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর আবার আমাদের কেন দাবি-দাওয়ার জন্য আন্দোলন করতে হবে? আমরা এই দেশের জন্য আন্দোলন করেছি। রাষ্ট্রের মানুষের জন্য আন্দোলন করেছি, অথচ আমাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। এটাই কি হওয়ার কথা ছিল? এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। স্বীকৃতি দেয়া হচ্ছে না। আমাদের পুনর্বাসন করা হচ্ছে না।’

এ সময় জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ও সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেগুলো বাদ দেয়াসহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা। তাদের ভাষ্য, এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এছাড়া অসুস্থদের দ্রুত সময়ের মধ্য উন্নত চিকিৎসার জন্য পাঠানোরও দাবি জানানো হয়।