১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দাকোপে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, দাকোপ
  • সময় ০১:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 58

মোংলায় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

সুন্দরবন সংলগ্ন নলিয়ান এলাকা থেকে ৩ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড ও পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের অস্ত্র উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

গোপন সংবাদের মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ও দাকোপ পুলিশের একটি যৌথ টিম সুন্দরবন সংলগ্ন নলিয়ান কালিনগর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যাওয়ার ৩ সন্ত্রাসীকে আটক করে।

সন্ত্রাসীরা হচ্ছে মো: হোসেন মোল্লার ছেলে মোঃ ইয়াসিন মোল্লা (৪০), মো: জহুর সানার ছেলে মোঃ সোহরাব সানা (৬০) ও আ: গফ্ফার সানার ছেলে মোঃ সিরাজুল সানা (৩০)। আটক তিনজনই খুলনার দাকোপ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় অবস্থায় ২টি দেশীয় একনলা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।

অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকার মানুষদের ভয়ভীতি, মারধর, লুটপাট, মাছের ঘের দখল ও সন্ত্রাসী কর্মকার্ন্ড চালাতো। এছাড়াও তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলাও রয়েছে।

জব্দকৃত পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

দাকোপে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

সময় ০১:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫

সুন্দরবন সংলগ্ন নলিয়ান এলাকা থেকে ৩ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড ও পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের অস্ত্র উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

গোপন সংবাদের মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ও দাকোপ পুলিশের একটি যৌথ টিম সুন্দরবন সংলগ্ন নলিয়ান কালিনগর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যাওয়ার ৩ সন্ত্রাসীকে আটক করে।

সন্ত্রাসীরা হচ্ছে মো: হোসেন মোল্লার ছেলে মোঃ ইয়াসিন মোল্লা (৪০), মো: জহুর সানার ছেলে মোঃ সোহরাব সানা (৬০) ও আ: গফ্ফার সানার ছেলে মোঃ সিরাজুল সানা (৩০)। আটক তিনজনই খুলনার দাকোপ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় অবস্থায় ২টি দেশীয় একনলা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।

অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকার মানুষদের ভয়ভীতি, মারধর, লুটপাট, মাছের ঘের দখল ও সন্ত্রাসী কর্মকার্ন্ড চালাতো। এছাড়াও তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলাও রয়েছে।

জব্দকৃত পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।