ব্রেকিং:
২৪ মার্চ বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
- সময় ১১:১৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 14
কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবে আগামী সপ্তাহে আলোচনায় বসবে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আগামী সোমবার (২৪ মার্চ) একইদিনে দুদেশের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন মধ্যস্থতাকারীরা পৃথক বৈঠকে বসবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ তথ্য নিশ্চিত করেছে মস্কো, কিয়েভ দুই সূত্রই। কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা হবে এই পৃথক পৃথক বৈঠকে। এছাড়াও, দ্বিপাক্ষিক ইস্যুতেও চলবে কথাবার্তা।

চলতি মাসেই সৌদি আরবের জেদ্দায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় কিয়েভ। পরবর্তীতে সম্মতি জানায় মস্কোও।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পরস্পরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা থামাতে রাজি হন রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট।
২৪ মার্চ বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধ আজকের খবর ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইউক্রেনকে রাশিয়ার চার শর্ত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জন্য শীঘ্রই হুমকি হতে পারে উ.কোরিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া ইউক্রেন সংকট রাশিয়া_ইউক্রেন_যুদ্ধ রাশিয়ার মতো চীনও যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি সৌদিতে বসছে যুক্তরাষ্ট্র-রাশিয়া
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited