০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হোসেনপুরে ঝুঁকিপূর্ণ সেতু, পুনর্নির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সময় ০৮:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 17

হোসেনপুরে ঝুঁকিপূর্ণ সেতু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়ারচর-ডাংরী সংযোগ সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বলিয়া খালের ওপর নির্মিত জরাজীর্ণ এই সেতুটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হচ্ছে, যার মধ্যে স্কুলগামী শিক্ষার্থীরাও রয়েছে।

শনিবার (৮ মার্চ) সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশের রেলিং অনেক আগেই ভেঙে পড়েছে। ভাঙা স্লিপারগুলোর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে সেতুটি বিপজ্জনক হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝুঁকি নিয়েই প্রতিদিন সেতুটি ব্যবহার করতে হচ্ছে। প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে গোবিন্দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রশিদ জানান, সেতুটি পুনর্নির্মাণের জন্য উপজেলা এলজিইডি কার্যালয়ে প্রকল্প দাখিল করা হয়েছে।

হোসেনপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী গালীব মুর্শিদ বলেন, “প্রকল্প পরিচালকের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সেতুটির পুনর্নির্মাণ কাজ শুরু হবে।”

শেয়ার করুন

হোসেনপুরে ঝুঁকিপূর্ণ সেতু, পুনর্নির্মাণের দাবি

সময় ০৮:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়ারচর-ডাংরী সংযোগ সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বলিয়া খালের ওপর নির্মিত জরাজীর্ণ এই সেতুটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হচ্ছে, যার মধ্যে স্কুলগামী শিক্ষার্থীরাও রয়েছে।

শনিবার (৮ মার্চ) সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশের রেলিং অনেক আগেই ভেঙে পড়েছে। ভাঙা স্লিপারগুলোর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে সেতুটি বিপজ্জনক হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝুঁকি নিয়েই প্রতিদিন সেতুটি ব্যবহার করতে হচ্ছে। প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে গোবিন্দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রশিদ জানান, সেতুটি পুনর্নির্মাণের জন্য উপজেলা এলজিইডি কার্যালয়ে প্রকল্প দাখিল করা হয়েছে।

হোসেনপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী গালীব মুর্শিদ বলেন, “প্রকল্প পরিচালকের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সেতুটির পুনর্নির্মাণ কাজ শুরু হবে।”