হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

- সময় ০৯:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / 14
কিশোরগঞ্জের হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। রোববার ( ২৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস। উপজেলা সমাজসেবা অফিসার মো. এহাছনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ – আল-সোহান।
উপজেলা সমাজসেবা অফিস জানায়, বিভিন্ন ইউনিয়নের ৮৫ জন সদস্যদের মাঝে ২২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক বলেন, আর্থসামাজিক উন্নয়নের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে প্রতি বছর সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়ে থাকে। ঋণগ্রহীতাগণ ১০ কিস্তিতে প্রতিমাসে ঋণ পরিশোধ করার বিধান রয়েছে। ইউএনও কাজী নাহিদ ইভা জানান, সুদমুক্ত ঋণ পেয়ে উপকারভোগীরা অস্বচ্ছলতা থেকে স্বচ্ছলতায় চলতে পারবে বলে আশা করা যায়।
শেয়ার করুন

হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। রোববার ( ২৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস। উপজেলা সমাজসেবা অফিসার মো. এহাছনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ – আল-সোহান।
উপজেলা সমাজসেবা অফিস জানায়, বিভিন্ন ইউনিয়নের ৮৫ জন সদস্যদের মাঝে ২২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক বলেন, আর্থসামাজিক উন্নয়নের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে প্রতি বছর সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়ে থাকে। ঋণগ্রহীতাগণ ১০ কিস্তিতে প্রতিমাসে ঋণ পরিশোধ করার বিধান রয়েছে। ইউএনও কাজী নাহিদ ইভা জানান, সুদমুক্ত ঋণ পেয়ে উপকারভোগীরা অস্বচ্ছলতা থেকে স্বচ্ছলতায় চলতে পারবে বলে আশা করা যায়।