১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সড়কে গতিরোধক দাবিতে হোসেনপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সময় ১২:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 23

সড়কে গতিরোধক দাবিতে হোসেনপুরে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুর্ঘটনা ও অকাল মৃত্যু রোধে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা গোবিন্দপুর চৌরাস্তা সংলগ্ন হাজিপুর-কিশোরগঞ্জ সড়কে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনতা।

প্রাপ্তি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন, প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলাল মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা ও স্থানীয় বাসিন্দারা সড়কে গতিরোধক স্থাপনের দাবি জানান।

এ মানববন্ধনের প্রেক্ষিতে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নোহা মনি নিহত হন। এ ছাড়া, এর আগেও ওই এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে শিক্ষার্থীরা আহত হয়েছেন।

কিশোরগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম মানববন্ধনে অংশগ্রহণকারীদের আশ্বস্ত করেন যে, উপজেলা কমিটির মাধ্যমে প্রস্তাবনা পেলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নোহা মনির সড়ক দুর্ঘটনায় মৃত্যু আমরা শুনেছি। এলজিইডির প্রকৌশলীর সাথে কথা বলে খুব শীঘ্রই বিদ্যালয়ের সামনে একটি গতিরোধক স্থাপন করা হবে।”

এ সময় নিহত নোহা মনির পরিবারের সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার লোকজন বিদ্যালয়ের সামনে সড়কে দ্রুত গতিরোধক নির্মাণের জন্য জোরালো দাবি জানান।

শেয়ার করুন

সড়কে গতিরোধক দাবিতে হোসেনপুরে মানববন্ধন

সময় ১২:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুর্ঘটনা ও অকাল মৃত্যু রোধে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা গোবিন্দপুর চৌরাস্তা সংলগ্ন হাজিপুর-কিশোরগঞ্জ সড়কে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনতা।

প্রাপ্তি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন, প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলাল মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা ও স্থানীয় বাসিন্দারা সড়কে গতিরোধক স্থাপনের দাবি জানান।

এ মানববন্ধনের প্রেক্ষিতে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নোহা মনি নিহত হন। এ ছাড়া, এর আগেও ওই এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে শিক্ষার্থীরা আহত হয়েছেন।

কিশোরগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম মানববন্ধনে অংশগ্রহণকারীদের আশ্বস্ত করেন যে, উপজেলা কমিটির মাধ্যমে প্রস্তাবনা পেলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নোহা মনির সড়ক দুর্ঘটনায় মৃত্যু আমরা শুনেছি। এলজিইডির প্রকৌশলীর সাথে কথা বলে খুব শীঘ্রই বিদ্যালয়ের সামনে একটি গতিরোধক স্থাপন করা হবে।”

এ সময় নিহত নোহা মনির পরিবারের সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার লোকজন বিদ্যালয়ের সামনে সড়কে দ্রুত গতিরোধক নির্মাণের জন্য জোরালো দাবি জানান।