ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আ’লীগ কর্মী নিয়ে শো-ডাউন থেকে উত্তেজনা

তেজগাঁও হকার্স মার্কেটের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১০:৩৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
  • / 168

আগামীকাল এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো

রাজধানীর গুরুত্বপূর্ণ তেজগাঁও শিল্পাঞ্চলের তেজগাঁও গভ: হকার্স মার্কেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামীকাল ১১ জানুয়ারি সকাল থেকে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

অভিযোগ উঠেছে, গতকাল বৃহস্পতিবার এই নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আস্থাভাজন আবু তাহের কোরেশী স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতা-কর্মীকে তেজগাঁও কলোনী বাজার এলাকায় জড়ো করে নির্বাচনী শো-ডাউন করেন। এর প্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় রাত ১০টার দিকে নির্বাচন স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মান্নান। তিনি জানান, নির্বাচন কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে নির্বাচনের তারিখ জানানো হবে।

এদিকে আওয়ামী লীগের কর্মীদের নিয়ে শোডাউনের বিষয়টি অস্বীকার করেন আবু তাহের কোরেশী। তিনি জানান, ‘এমনটা হলে পুলিশ কি বসে থাকতো। পুলিশ তো আওয়ামী লীগের কর্মীদের খুঁজছে।’

এই নির্বাচনে ১৫টি পদেও জন্য দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২৯ জন ও স্বতন্ত্র দুই জন প্রার্থী হয়েছেন। গত কয়েক মাস ধরেই তারা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে এই নির্বাচনের লক্ষ্যে প্রচারণা চালাচ্ছেন। শেষমুহুর্তে এসে নির্বাচন স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

স্থানীয়রা জানান, আবু তাহের কোরেশী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আস্থাভাজন। আর সেই দাপটেই হয়েছেন রাজধানীর কলোনী বাজার হিসেবে পরিচিত তেজগাঁও গভ: হকার্স মার্কেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতা।

 

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আবু তাহের

    সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আবু তাহের

 

তিনি ওই এসোসিয়েশনের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি ছিলেন। একই দাপটে বিগত সরকারের সময় কোরেশী গণপূর্ত অধিদপ্তর থেকে বিভিন্ন ব্যক্তির নামে বরাদ্দ নিয়ে এই কলোনী বাজারে অন্তত তিনটি দোকান একাই দখল করে রেখেছেন। যেসব দোকানে অনুমোদন ছাড়াই এলপি গ্যাস সিলিন্ডারসহ নানা ধরনের দাহ্য পদার্থের ব্যবসা করে যাচ্ছেন।

করোনা মহামারীর সময় এই মার্কেটের সামনে থাকা অক্সিজেন কোম্পানী থেকে সিন্ডিকেটের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার বের করে বিভিন্ন হাসপাতালে সরবরাহ করতেন। এখানেই থেমে থাকেনি এই চতুর ব্যবসায়ী। আসাদুজ্জামান খান কামালের প্রভাবে তিনি হয়েছেন, বাংলাদেশ এলপি ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষসহ বেশ কয়েকটি মসজিদেরও নেতা। সেই নেতাই এখন নিজেকে পরিচয় দিচ্ছেন আওয়ামী লীগ আমলের নির্যাতিত-নিপিড়িত ব্যবসায়ী হিসেবে।

অভিযোগ উঠেছে, এবারের নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ার পর পরিকল্পিতভাবে কোরেশী উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন; যাতে নির্বাচন স্থগিত হয়ে যায়।
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সখ্যতার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদকের কাছে নির্যাতীত ব্যবসায়ী হিসেবে নিজেকে জাহির করেন।
এদিকে নির্বাচন স্থগিত হওয়ায় সহ-সভাপতি প্রার্থী আমানুল্লাহ মীয়াসহ বেশ কয়েকজন প্রার্থী তাৎক্ষনিক সভা করে কোরেশীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

 

আবু তাহের কোরেশীর অনিয়ম নিয়ে জানতে চোখ রাখুন পরবর্তী প্রতিবেদনে।

শেয়ার করুন

আ’লীগ কর্মী নিয়ে শো-ডাউন থেকে উত্তেজনা

তেজগাঁও হকার্স মার্কেটের নির্বাচন স্থগিত

সময় ১০:৩৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

রাজধানীর গুরুত্বপূর্ণ তেজগাঁও শিল্পাঞ্চলের তেজগাঁও গভ: হকার্স মার্কেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামীকাল ১১ জানুয়ারি সকাল থেকে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

অভিযোগ উঠেছে, গতকাল বৃহস্পতিবার এই নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আস্থাভাজন আবু তাহের কোরেশী স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতা-কর্মীকে তেজগাঁও কলোনী বাজার এলাকায় জড়ো করে নির্বাচনী শো-ডাউন করেন। এর প্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় রাত ১০টার দিকে নির্বাচন স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মান্নান। তিনি জানান, নির্বাচন কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে নির্বাচনের তারিখ জানানো হবে।

এদিকে আওয়ামী লীগের কর্মীদের নিয়ে শোডাউনের বিষয়টি অস্বীকার করেন আবু তাহের কোরেশী। তিনি জানান, ‘এমনটা হলে পুলিশ কি বসে থাকতো। পুলিশ তো আওয়ামী লীগের কর্মীদের খুঁজছে।’

এই নির্বাচনে ১৫টি পদেও জন্য দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২৯ জন ও স্বতন্ত্র দুই জন প্রার্থী হয়েছেন। গত কয়েক মাস ধরেই তারা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে এই নির্বাচনের লক্ষ্যে প্রচারণা চালাচ্ছেন। শেষমুহুর্তে এসে নির্বাচন স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

স্থানীয়রা জানান, আবু তাহের কোরেশী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আস্থাভাজন। আর সেই দাপটেই হয়েছেন রাজধানীর কলোনী বাজার হিসেবে পরিচিত তেজগাঁও গভ: হকার্স মার্কেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতা।

 

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আবু তাহের

    সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আবু তাহের

 

তিনি ওই এসোসিয়েশনের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি ছিলেন। একই দাপটে বিগত সরকারের সময় কোরেশী গণপূর্ত অধিদপ্তর থেকে বিভিন্ন ব্যক্তির নামে বরাদ্দ নিয়ে এই কলোনী বাজারে অন্তত তিনটি দোকান একাই দখল করে রেখেছেন। যেসব দোকানে অনুমোদন ছাড়াই এলপি গ্যাস সিলিন্ডারসহ নানা ধরনের দাহ্য পদার্থের ব্যবসা করে যাচ্ছেন।

করোনা মহামারীর সময় এই মার্কেটের সামনে থাকা অক্সিজেন কোম্পানী থেকে সিন্ডিকেটের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার বের করে বিভিন্ন হাসপাতালে সরবরাহ করতেন। এখানেই থেমে থাকেনি এই চতুর ব্যবসায়ী। আসাদুজ্জামান খান কামালের প্রভাবে তিনি হয়েছেন, বাংলাদেশ এলপি ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষসহ বেশ কয়েকটি মসজিদেরও নেতা। সেই নেতাই এখন নিজেকে পরিচয় দিচ্ছেন আওয়ামী লীগ আমলের নির্যাতিত-নিপিড়িত ব্যবসায়ী হিসেবে।

অভিযোগ উঠেছে, এবারের নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ার পর পরিকল্পিতভাবে কোরেশী উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন; যাতে নির্বাচন স্থগিত হয়ে যায়।
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সখ্যতার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদকের কাছে নির্যাতীত ব্যবসায়ী হিসেবে নিজেকে জাহির করেন।
এদিকে নির্বাচন স্থগিত হওয়ায় সহ-সভাপতি প্রার্থী আমানুল্লাহ মীয়াসহ বেশ কয়েকজন প্রার্থী তাৎক্ষনিক সভা করে কোরেশীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

 

আবু তাহের কোরেশীর অনিয়ম নিয়ে জানতে চোখ রাখুন পরবর্তী প্রতিবেদনে।