সহকারী অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামানকে মোংলাবাসীর অভিনন্দন

- সময় ১১:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 38
বাংলাদেশ সরকারের নব নিযুক্ত সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন মোংলার সর্বস্তরের মানুষ।
অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মোংলা প্রেসক্লাব। অভিনন্দন বার্তায় জানানো হয় মোঃ মনিরুজ্জামান মোংলা তথা এই অঞ্চলের অহংকার। শিক্ষা জীবনে সে একজন মেধাবী ছাত্র ছিলেন এবং তারই ধারাবাহিকতায় আজ সে বাংলাদেশ সরকারের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন।
আগামীতে মোংলাসহ এ অঞ্চলের মানুষের পাশে থেকে আইন বিচারে প্রতিযোগিতা করবেন। এছাড়াও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
একইসঙ্গে দেশে আইনের শাসন কায়েমের জন্য সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এবং তার কার্যালয়ের যে ভূমিকা থাকা প্রয়োজন সেই ভূমিকা পালন করবেন নতুন এই সহকারী অ্যাটর্নি জেনারেল
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited