০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সরিষা ক্ষেতে মিলল অটো চালকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
  • সময় ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 48

সরিষা ক্ষেতে মিলল হিন্দু অটোচালকের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর এলাকার একটি সরিষা ক্ষেত থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত যুবকের নাম শ্রী পলাশ হালদার (১৮)। তিনি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের শ্রী লাকফর হালদারের ছেলে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পলাশ হালদারের পরিবার সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে।

নিহতের পরিবার জানায়, ১২ ফেব্রুয়ারি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি পলাশ। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ওই দিন দুপুরে পলাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় যাত্রী নিয়ে গিয়েছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

সরিষা ক্ষেতে মিলল অটো চালকের মরদেহ

সময় ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর এলাকার একটি সরিষা ক্ষেত থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত যুবকের নাম শ্রী পলাশ হালদার (১৮)। তিনি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের শ্রী লাকফর হালদারের ছেলে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পলাশ হালদারের পরিবার সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে।

নিহতের পরিবার জানায়, ১২ ফেব্রুয়ারি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি পলাশ। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ওই দিন দুপুরে পলাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় যাত্রী নিয়ে গিয়েছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।