রায়পুরাতে হিন্দু নারীর বসতঘর দখলের অভিযোগ

- সময় ০১:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 17
নরসিংদীর রায়পুরা পৌর এলাকার তাত্তাকান্দা গ্রামের এক অসহায় হিন্দু ধর্মাবলম্বী সন্ধ্যা রাণী বিশ্বাসের বসতঘর দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সন্ধ্যা রাণী অভিযোগ করে বলেন, যথাযথ নিয়ম অনুসারে প্রতিবছর পরিশোধের খারিজকৃত লিজে অর্পিত সম্পত্তির জমি জোরপূর্বক ও অবৈধভাবে বসতঘর ও বাথরুম স্থাপনায় দখলে নিয়েছে মুক্তি বেগম এবং তার লোকজন। এ বিষয়ে মুক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন সন্ধ্যা।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে,অসহায় সনাতন ধর্মাবলম্বী সন্ধ্যা রাণী বিশ্বাস তার লিজে অর্পিত সম্পত্তির জমি ৩ শতাংশের প্রায় অর্ধেকাংশ জোরপূর্বক ও অবৈধভাবে বসতঘর ও বাথরুম স্থাপনায় দখল করছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুক্তি বেগম জানান, আমি তার লিজে অর্পিত সম্পত্তির অল্প অংশে দখলে আছি।
তাছাড়া পার্শ্ববর্তীর প্রতিবেশী ফেরদৌসী বেগম জানান, সন্ধ্যা রাণী বিশ্বাসের লিজে সম্পত্তির প্রায় অর্ধেকাংশ জমি জোরপূর্বক বসতঘর ও বাথরুম স্থাপনায় দখলে আছে।
ভুক্তভোগী সন্ধ্যা রাণী বিশ্বাস জানান,আমার লিজে অর্পিত সম্পত্তির জমি ৩ শতাংশের প্রায় অর্ধেকাংশ দীর্ঘদিন যাবৎ অভিযুক্ত মুক্তি বেগম সহ গংরা জোরপূর্বক ও অবৈধভাবে বসতঘর ও বাথরুম স্থাপনায় দখল করলে তা একাধিক বার স্থানীয় সালিশি দরবার হলে আমার পক্ষে রায় হলেও তারা মানতে রাজি নয়। এছাড়া অভিযুক্তরা আমার বসতবাড়িতে ভাংচুর ও জীবনে মেরে ফেলার হুমকি দেয় প্রতিনিয়ত। সনাতন ধর্মাবলম্বী অসহায় বলেই অভিযুক্তদের এইসব কর্মকান্ডে আতংকে দিন কাটাচ্ছি।
রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান (রুবেল) জানান, এই অসহায় সনাতন ধর্মাবলম্বী সন্ধ্যা রাণী বিশ্বাসের লিজে অর্পিত সম্পত্তির জমি ৩ শতাংশের প্রায় অর্ধেকাংশ জোরপূর্বক ও অবৈধভাবে দখলে অভিযুক্ত মুক্তি বেগমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তা দ্রুত সুষ্ঠু তদন্তে মাধ্যমে উচ্ছেদে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।