রাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

- সময় ০৮:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 5
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে একে একে বিশ্ববিদ্যালেয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জড়ো হয় এবং এখান থেকে কাজলা হয়ে বিজয় ২৪ চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা- রাজশাহী মহা সড়কে অবস্থান করে নানা ধরনের স্লোগান দিতে থাকে।
বৈষম্যবিরোধী আন্দোলনের রাবির অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি, মেহেদী সজীব বলেন, ৫ আগস্টেই আওয়ামিলীগের কবর হয়েছে। কবর থেকে যেমন কেউ ফেরে না তেমনি আওয়ামীলীগও ফিরতে পারে না। ছাত্র জনতার ম্যান্ডেটেই দেশ চলবে, ক্যান্টমেন্ট থেকে নয়। যদি এমন চেষ্টা হয় তবে ক্যান্টনমেন্টের পরিণতিই গণভবনের মত হবে।
বৈষম্যবিরোধী আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক ফাহিম রেজা বলেন, আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে পারি কিন্তু আমাদের শর্ত এই ২ হাজার শহীদ ভাইদের ফিরিয়ে দিতে হবে। আমাদের যে ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আগের মতো করে দিতে হবে, যাদের চোখ হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে হবে।
সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন আওয়ামীলীগের মতো খুনি, ফ্যাসিস্টদের আপনারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবেন না। তাহলে হাসিনা গেছে যেই পথে, ওয়াকার ও যাবে সেই পথে,জান দিবো কিন্তু জুলাই দিবোনা।
এসময় তারা “বিচার নিয়ে টালবাহানা; চলবে না, চলবে না”, “বিচার, বিচার, বিচার চাই; আওয়ামীলীগের বিচার চাই”, “আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে?”, “সাকিব আঞ্জুমান-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ”, “শেইম, শেইম ক্যান্টনমেন্ট” ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন, রাবির সমন্বয়ক নওসাজ্জামান,মাহাইর ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য ও গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন তিনি।