১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যে ফাঁদে চকরিয়ার তামাকক্ষেতে হাতির মৃত্যু

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সময় ০১:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 43

চকরিয়ার তামাকক্ষেতে হাতির মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় একটি তামাকক্ষেত থেকে মৃত হাতি উদ্ধার করা হয়েছে। বন বিভাগ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিটির মৃতদেহ উদ্ধার করে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর বয়সী পুরুষ হাতিটি বৈদ্যুতিক ফাঁদে আটকে মৃত্যুবরণ করেছে বলে স্থানীয়দের ধারণা। তামাকক্ষেত রক্ষায় স্থাপিত বৈদ্যুতিক ফাঁদেই হাতিটির মৃত্যু হয়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের অপেক্ষা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, চকরিয়ার বিস্তীর্ণ এলাকায় তামাক চাষ হয়, যেখানে বন্য হাতির আক্রমণ থেকে ক্ষেত রক্ষা করতে কৃষকেরা বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করেন। এ ধরনের ফাঁদেই সুস্থ-সবল হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, বৈদ্যুতিক ফাঁদের কারণে হাতিটি মারা গেছে বলে অনেকেই বলেছেন, তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তিনি আরও জানান, হাতিটির শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাত বা অসুস্থতার চিহ্ন দেখা যায়নি।

বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, বন বিভাগের বিশেষজ্ঞ দল ও চিকিৎসকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হাতিটির মৃত্যুর কারণ অনুসন্ধান করছেন। ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

যে ফাঁদে চকরিয়ার তামাকক্ষেতে হাতির মৃত্যু

সময় ০১:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় একটি তামাকক্ষেত থেকে মৃত হাতি উদ্ধার করা হয়েছে। বন বিভাগ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিটির মৃতদেহ উদ্ধার করে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর বয়সী পুরুষ হাতিটি বৈদ্যুতিক ফাঁদে আটকে মৃত্যুবরণ করেছে বলে স্থানীয়দের ধারণা। তামাকক্ষেত রক্ষায় স্থাপিত বৈদ্যুতিক ফাঁদেই হাতিটির মৃত্যু হয়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের অপেক্ষা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, চকরিয়ার বিস্তীর্ণ এলাকায় তামাক চাষ হয়, যেখানে বন্য হাতির আক্রমণ থেকে ক্ষেত রক্ষা করতে কৃষকেরা বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করেন। এ ধরনের ফাঁদেই সুস্থ-সবল হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, বৈদ্যুতিক ফাঁদের কারণে হাতিটি মারা গেছে বলে অনেকেই বলেছেন, তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তিনি আরও জানান, হাতিটির শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাত বা অসুস্থতার চিহ্ন দেখা যায়নি।

বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, বন বিভাগের বিশেষজ্ঞ দল ও চিকিৎসকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হাতিটির মৃত্যুর কারণ অনুসন্ধান করছেন। ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।