০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে অন্যায্য চুক্তি বাতিল করতে হবে

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সময় ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 33

ভারতের সঙ্গে অন্যায্য চুক্তি বাতিল করতে হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশি জনগণ মনে করে, প্রতিবেশী দেশ (ভারত) সঙ্গে আমাদের যে অন্যায্য চুক্তি রয়েছে, সেগুলো বাতিল করতে হবে। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে হলে বাংলাদেশের মানুষের স্বার্থের কথা সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশি জনগণ আর কোনো অন্যায্যতা সহ্য করতে চায় না এবং ফেলানীর ঝুলন্ত লাশ আর দেখতে চায় না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিস্তা নদীর পারের পাঁচটি জেলার ১১টি পয়েন্টে তিস্তা পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির মধ্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, “যদি প্রতিবেশী দেশ আমাদের তিস্তা নদীর ন্যায্য পানি না দেয়, তাহলে আমাদের তাদের দিকে তাকিয়ে থাকা উচিত নয়। আমাদের নিজেদের স্বার্থের কথা আগে ভাবতে হবে এবং প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে হবে।”

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

তিনি আরও বলেন, “আগস্টে খুনি স্বৈরাচারী দেশ থেকে পালিয়েছে। ওই স্বৈরাচারী একদিন ভারতকে বলেছিল, ‘আমরা যা দিয়েছি, তারা সারা জীবন মনে রাখবে।’ কিন্তু ভারত শুধু সেই স্বৈরাচারী শাসককে মনে রেখেছে, বাংলার জনগণকে নয়।”

তারেক রহমান বলেন, “প্রতিবেশী দেশের অপ্রতিবেশী আচরণের কারণে আজ তিস্তা অঞ্চলের লাখ লাখ মানুষ বন্যা ও খরার সঙ্গে সংগ্রাম করছে। এর ফলে বিশাল আর্থিক ক্ষতি হচ্ছে, বিশেষত সর্ষে চাষে।”

তিনি আরো বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা ইস্যুকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবে। পাশাপাশি, দেশের অন্যান্য নদীগুলোর পুনঃসংস্কার এবং খনন কার্যক্রম পুনরায় শুরু করবে। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আমরা আবারো হাতে নেবো।”

তারেক রহমান সকলকে আহ্বান জানিয়ে বলেন, “যেভাবে তিস্তা বাঁচানোর জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, ঠিক তেমনভাবেই আমাদের সকলকে জাগো বাহে বাংলাদেশ বাঁচাও আন্দোলনে অংশ নিতে হবে।”

শেয়ার করুন

ভারতের সঙ্গে অন্যায্য চুক্তি বাতিল করতে হবে

সময় ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশি জনগণ মনে করে, প্রতিবেশী দেশ (ভারত) সঙ্গে আমাদের যে অন্যায্য চুক্তি রয়েছে, সেগুলো বাতিল করতে হবে। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে হলে বাংলাদেশের মানুষের স্বার্থের কথা সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশি জনগণ আর কোনো অন্যায্যতা সহ্য করতে চায় না এবং ফেলানীর ঝুলন্ত লাশ আর দেখতে চায় না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিস্তা নদীর পারের পাঁচটি জেলার ১১টি পয়েন্টে তিস্তা পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির মধ্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, “যদি প্রতিবেশী দেশ আমাদের তিস্তা নদীর ন্যায্য পানি না দেয়, তাহলে আমাদের তাদের দিকে তাকিয়ে থাকা উচিত নয়। আমাদের নিজেদের স্বার্থের কথা আগে ভাবতে হবে এবং প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে হবে।”

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

তিনি আরও বলেন, “আগস্টে খুনি স্বৈরাচারী দেশ থেকে পালিয়েছে। ওই স্বৈরাচারী একদিন ভারতকে বলেছিল, ‘আমরা যা দিয়েছি, তারা সারা জীবন মনে রাখবে।’ কিন্তু ভারত শুধু সেই স্বৈরাচারী শাসককে মনে রেখেছে, বাংলার জনগণকে নয়।”

তারেক রহমান বলেন, “প্রতিবেশী দেশের অপ্রতিবেশী আচরণের কারণে আজ তিস্তা অঞ্চলের লাখ লাখ মানুষ বন্যা ও খরার সঙ্গে সংগ্রাম করছে। এর ফলে বিশাল আর্থিক ক্ষতি হচ্ছে, বিশেষত সর্ষে চাষে।”

তিনি আরো বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা ইস্যুকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবে। পাশাপাশি, দেশের অন্যান্য নদীগুলোর পুনঃসংস্কার এবং খনন কার্যক্রম পুনরায় শুরু করবে। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আমরা আবারো হাতে নেবো।”

তারেক রহমান সকলকে আহ্বান জানিয়ে বলেন, “যেভাবে তিস্তা বাঁচানোর জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, ঠিক তেমনভাবেই আমাদের সকলকে জাগো বাহে বাংলাদেশ বাঁচাও আন্দোলনে অংশ নিতে হবে।”