০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ব্যালেটে নির্বাচিত যশোর বিএনপির সাবু-খোকন

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সময় ০৯:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 44

ব্যালেটে নির্বাচিত যশোর বিএনপির সাবু-খোকন

যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটের (ব্যালট) মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ৭৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান খান পেয়েছেন ৬৬৩ ভোট এবং মারাফুল ইসলাম মারুফ পেয়েছেন ৭৩ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন খোকন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যশোর টাউন হল ময়দানের আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ ছাড়া তিনটি সাংগঠনিক সম্পাদক পদেও ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। ১ নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম, যিনি পেয়েছেন ১,৩৪১ ভোট। ২ নম্বর সাংগঠনিক সম্পাদক পদে মুনির আহমেদ ছিদ্দিকী বাচ্চু ৮৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৩ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন বরিউল ইসলাম রবু, যিনি পেয়েছেন ৭২০ ভোট।

অন্য প্রতিদ্বন্দ্বী কাজী আযম ৭১২ ভোট পেয়েছেন।

এই নির্বাচনকে কেন্দ্র করে যশোর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শেয়ার করুন

ব্যালেটে নির্বাচিত যশোর বিএনপির সাবু-খোকন

সময় ০৯:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটের (ব্যালট) মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ৭৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান খান পেয়েছেন ৬৬৩ ভোট এবং মারাফুল ইসলাম মারুফ পেয়েছেন ৭৩ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন খোকন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যশোর টাউন হল ময়দানের আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ ছাড়া তিনটি সাংগঠনিক সম্পাদক পদেও ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। ১ নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম, যিনি পেয়েছেন ১,৩৪১ ভোট। ২ নম্বর সাংগঠনিক সম্পাদক পদে মুনির আহমেদ ছিদ্দিকী বাচ্চু ৮৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৩ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন বরিউল ইসলাম রবু, যিনি পেয়েছেন ৭২০ ভোট।

অন্য প্রতিদ্বন্দ্বী কাজী আযম ৭১২ ভোট পেয়েছেন।

এই নির্বাচনকে কেন্দ্র করে যশোর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।