বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হলেন ছাত্রদলের সভাপতি

- সময় ১০:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 26
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে বেষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতা নূর ইসলামকে সভাপতি করা হয়েছে। পাশাপাশি রিমল আলীকে সাধারণ সম্পাদক করে রোববার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সদস্যদের আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।
কমিটির সভাপতি নূর ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মানসিফ তাহসিন, সহ-সভাপতি আমরি মিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবায়েদ, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম লিমন, দপ্তর সম্পাদক শাহরিয়ার সাজিদ, প্রচার সম্পাদক শাহরিয়ার আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান।
এ বিষয়ে সোমবার সাংবাদিকদের নুর ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাকেই আমরা সাধুবাদ জানাই। অর্পিতা দায়িত্ব একনিষ্ঠভাবে পালন করার ও প্রতিশ্রুতি দেন এই ছাত্রনেতা।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited