বিএনপিতে পদ পেয়ে তিন খাসি কেটে উৎসব আ.লীগ নেতার

- সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 8
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপিতে পদ পেয়ে খুশিতে তিন খাসি জবাই করে উৎসব পালন করেছেন এক আওয়ামী লীগ নেতা। এনামুল হাসান নামের ওই ব্যক্তি উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ বাগিয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) এনামুল হাসান ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য পদে নির্বাচিত হলেও দুইদিন আগে ঘটা করে উৎসব পালন করলে বিষয়টি সবার নজরে আসে।
এলাকাবাসী জানায়, এনামুল আওয়ামী লীগ কর্মী। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি নেছার উদ্দিন শিকদার ওরফে জামালের চাচাতো ভাই। এছাড়া, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর তার আপন ফুফা।
দলীয় সূত্র জানায়, ২নং কালিশুরি ইউনিয়ন বিএনপির তিনটি পদের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিভিন্ন সময় মৃত্যু বরণ করেন। এরপর থেকে পদগুলো শূন্য ছিল। দলের গতিশীলতা রক্ষার জন্য শূন্য পদে তিন জনকে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের মধ্যে এনামুল হাসান সদস্য পদ পান৷
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, এনামুল হাসান সরাসরি প্রকাশ্যে আওয়ামী রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেন। তখন বিরোধী দলীয় নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, এনামুল তার ফুফা জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের ক্ষমতায় বিভিন্ন সময় জমি দখল, সালিশের নামে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।
ভুড়িভোজের বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সুপারিশসহ তিনটি নাম প্রস্তাব করেছিলেন। তাদেরই তিনটি পদের দায়িত্ব দেয়া হয়েছে। এনামুলের রাজনৈতিক ও ব্যক্তিজীবনের বিষয়ে পাওয়া অভিযোগ সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।