বাঘায় বাপা-ভিএসসিএস’র মানববন্ধন ও ইফতার মাহফিল

- সময় ১০:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 12
রাজশাহীর বাঘায় মরিয়মসহ সকল নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাঘা পৌর শাখা ও ভ্যারিসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটি (ভিএসসিএস)’র ব্যানারে সোমবার ইফতারের আগে নারায়নপুর বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন, ভ্যারিসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটি পরিচালক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাঘা পৌর শাখার সভাপতি (বাপা) ড. আব্দুল সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,
ড.আব্দুল সালাম তার বক্তব্য বলেন, মরিয়ম আসিয়া সহ সারা দেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন করে খুব তারাতাড়ি বিচার শেষ করতে হবে না হলে, দেশে ধর্ষণের ঘটনা বাড়বে বলে আশঙ্কা করে।

এছাড়াও উপজেলার ও পৌর বিএনপির সাবেক সভাপতি ,নারায়ণপুর বাজার কমিটির সেক্রেটারি আমজাদ হোসেন খাঁ,বাপার বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক, উত্তম কুমার পাল, আড়ানী শাখার সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মহসিন আলি, বাঘা পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর শাখার সহ সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদিকা রুনি আক্তারি , নিবাহী সদস্য আব্দুল হামিদ মিয়া , ফারজানা ইয়াসমিন সাথী, হোসনেয়ারা খাতুন রিতা,উপজেলা শাখার নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, মনিগ্রাম ইউনিয়ন শাখার মনিগ্রাম ইউনিয়ন শাখার মহিলা বিষয়ক সম্পাদীকা সোহাগী আক্তারি ,নির্বাহি সদস্য সুভ্রত কুমার প্রমুখ।
মানবন্ধন শেষে নারায়নপুর বাজারে বিশ্বাস সুপার মার্কেটে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাপার উপজেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা মামুনুর রশীদ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited