০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ইস্যু নিয়ে দিল্লিতে কাতারের আমির

বিশেষ প্রতিনিধি
  • সময় ১১:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 190

দিল্লিতে বাংলাদেশ ইস্যু নিয়ে কাতারের আমির

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশ ইস্যুতে দূতিয়ালি করতে নয়াদিল্লি পৌঁছেছেন। এমনটাই দাবি করেছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের একটি সূত্র।
গেল ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ-ভারতের সম্পর্কের নতুন টানাপোড়নের মধ্যেই ঢাকার ঘনিষ্ঠ মিত্রের দিল্লি সফর রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি দেশের বৃহৎ রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সুসম্পর্কের বিষয়টি গুরুত্ব বহন করে এই সফরে।

চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সময় বেগম জিয়ার জন্য কাতারের আমির নিজের জন্য ব্যবহার করার এয়ার অ্যাম্বুলেন্সটিও পাঠিয়েছিলেন গত ৭ জানুয়ারি। খালেদা জিয়া এখন তার বড় সন্তান তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি পরিবারের সাথে সময় কাটাচ্ছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সম্প্রতি দাবি করেছেন, ভারতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে বাংলাদেশ ইস্যুতে ভারতের আধিপত্যবাদের সমালোচনাও করেছেন তিনি।

এদিকে, দুইদিনের সফরে ভারতে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে বরণ করতে বিমানবন্দরে ছুটে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ধ্রুপদি মুর্মু ও মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ তামিম।

ভারতের প্রধানমন্ত্রীকে সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে বিমান বন্দরে যেতে দেখা যায় না। তবে তিনি প্রটোকল ভেঙে কাতারের আমিরকে বরণ করেছেন।

মোদি নিজেই তার এক্স অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন। এতে লিখেছেন, “বিমানবন্দরে গিয়েছিলাম, আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে। ভারতে তার ফলপ্রসু সফর ও তার সঙ্গে কাল বৈঠকের প্রত্যাশা করছি।”

কাতারের আমির তার সঙ্গে উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে এসেছেন। এতে আছেন কয়েকজন মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক নেতা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমে রাষ্ট্রপতি ভবনে ধ্রুপদি মুর্মুর সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। এরপর হায়দ্ররাবাদ হাউজে মোদির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ তামিম বিন হামাদ আল-থানির এটি দ্বিতীয় ভারত সফর। এরআগে ২০১৫ সালে তিনি নয়াদিল্লিতে এসেছিলেন।

শেয়ার করুন

বাংলাদেশ ইস্যু নিয়ে দিল্লিতে কাতারের আমির

সময় ১১:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশ ইস্যুতে দূতিয়ালি করতে নয়াদিল্লি পৌঁছেছেন। এমনটাই দাবি করেছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের একটি সূত্র।
গেল ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ-ভারতের সম্পর্কের নতুন টানাপোড়নের মধ্যেই ঢাকার ঘনিষ্ঠ মিত্রের দিল্লি সফর রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি দেশের বৃহৎ রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সুসম্পর্কের বিষয়টি গুরুত্ব বহন করে এই সফরে।

চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সময় বেগম জিয়ার জন্য কাতারের আমির নিজের জন্য ব্যবহার করার এয়ার অ্যাম্বুলেন্সটিও পাঠিয়েছিলেন গত ৭ জানুয়ারি। খালেদা জিয়া এখন তার বড় সন্তান তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি পরিবারের সাথে সময় কাটাচ্ছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সম্প্রতি দাবি করেছেন, ভারতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে বাংলাদেশ ইস্যুতে ভারতের আধিপত্যবাদের সমালোচনাও করেছেন তিনি।

এদিকে, দুইদিনের সফরে ভারতে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে বরণ করতে বিমানবন্দরে ছুটে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ধ্রুপদি মুর্মু ও মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ তামিম।

ভারতের প্রধানমন্ত্রীকে সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে বিমান বন্দরে যেতে দেখা যায় না। তবে তিনি প্রটোকল ভেঙে কাতারের আমিরকে বরণ করেছেন।

মোদি নিজেই তার এক্স অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন। এতে লিখেছেন, “বিমানবন্দরে গিয়েছিলাম, আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে। ভারতে তার ফলপ্রসু সফর ও তার সঙ্গে কাল বৈঠকের প্রত্যাশা করছি।”

কাতারের আমির তার সঙ্গে উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে এসেছেন। এতে আছেন কয়েকজন মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক নেতা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমে রাষ্ট্রপতি ভবনে ধ্রুপদি মুর্মুর সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। এরপর হায়দ্ররাবাদ হাউজে মোদির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ তামিম বিন হামাদ আল-থানির এটি দ্বিতীয় ভারত সফর। এরআগে ২০১৫ সালে তিনি নয়াদিল্লিতে এসেছিলেন।