০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালের ১৬ রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সময় ০৯:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 20

বরিশালের ১৬ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা

বাসশ্রমিকদের ওপর থ্রি-হুইলার চালকদের হামলার প্রতিবাদ ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকাকে গ্রেপ্তারের দাবিতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। এতে দক্ষিণাঞ্চলের ১৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে বাস মালিক সমিতির চেকপোস্ট পরিচালিত হয়। আজ শনিবার সকালে সিএনজি-থ্রি-হুইলার ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। হামলাকারীরা বাসে উঠে শ্রমিক ও যাত্রীদের মারধর করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ সন্ধ্যার মধ্যে মেহেদী হাসান খোকাকে গ্রেপ্তার করা না হলে দক্ষিণাঞ্চলে কোনো বাস চলবে না।

তিনি আরও জানান, তাদের এই কর্মসূচিতে বিভাগের ১১টি বাস মালিক সমিতি ও ১১টি শ্রমিক ইউনিয়ন সংহতি জানিয়েছে। ফলে ১৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে সিএনজি-থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে সিএনজিচালক আনিসুর রহমান অভিযোগ করে বলেন, বাস মালিক ও শ্রমিকদের কারণে তারা সড়কে যাত্রী পরিবহন করতে পারেন না। বরিশাল থেকে কোনো যাত্রী নিয়ে রওনা হলে বাস শ্রমিকেরা সিএনজি-মাহিন্দ্রা থেকে যাত্রী নামিয়ে দেন।

তিনি আরও জানান, খয়রাবাদ ব্রিজের ঢালে এবং ঝালকাঠি রুটে ষাটপাকিয়া এলাকায় বাস শ্রমিকেরা চেকপোস্ট বসায়। শুধু এই দুই জায়গা নয়, জেলা ও উপজেলার বিভিন্ন স্থানেও এমন চেকপোস্ট বসানো হয়।

আরেক সিএনজিচালক ইব্রাহিম খলিল অভিযোগ করেন, আজ বাসশ্রমিকেরা সিএনজির যাত্রী নামিয়ে বাসে তুলতে চাইলে তারা বাধা দেন, তখন তাদের ওপর হামলা চালানো হয়।

এদিকে সকালে খয়রাবাদ সেতুর ঢালে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ চলাকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

শেয়ার করুন

বরিশালের ১৬ রুটে বাস চলাচল বন্ধ

সময় ০৯:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

বাসশ্রমিকদের ওপর থ্রি-হুইলার চালকদের হামলার প্রতিবাদ ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকাকে গ্রেপ্তারের দাবিতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। এতে দক্ষিণাঞ্চলের ১৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে বাস মালিক সমিতির চেকপোস্ট পরিচালিত হয়। আজ শনিবার সকালে সিএনজি-থ্রি-হুইলার ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। হামলাকারীরা বাসে উঠে শ্রমিক ও যাত্রীদের মারধর করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ সন্ধ্যার মধ্যে মেহেদী হাসান খোকাকে গ্রেপ্তার করা না হলে দক্ষিণাঞ্চলে কোনো বাস চলবে না।

তিনি আরও জানান, তাদের এই কর্মসূচিতে বিভাগের ১১টি বাস মালিক সমিতি ও ১১টি শ্রমিক ইউনিয়ন সংহতি জানিয়েছে। ফলে ১৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে সিএনজি-থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে সিএনজিচালক আনিসুর রহমান অভিযোগ করে বলেন, বাস মালিক ও শ্রমিকদের কারণে তারা সড়কে যাত্রী পরিবহন করতে পারেন না। বরিশাল থেকে কোনো যাত্রী নিয়ে রওনা হলে বাস শ্রমিকেরা সিএনজি-মাহিন্দ্রা থেকে যাত্রী নামিয়ে দেন।

তিনি আরও জানান, খয়রাবাদ ব্রিজের ঢালে এবং ঝালকাঠি রুটে ষাটপাকিয়া এলাকায় বাস শ্রমিকেরা চেকপোস্ট বসায়। শুধু এই দুই জায়গা নয়, জেলা ও উপজেলার বিভিন্ন স্থানেও এমন চেকপোস্ট বসানো হয়।

আরেক সিএনজিচালক ইব্রাহিম খলিল অভিযোগ করেন, আজ বাসশ্রমিকেরা সিএনজির যাত্রী নামিয়ে বাসে তুলতে চাইলে তারা বাধা দেন, তখন তাদের ওপর হামলা চালানো হয়।

এদিকে সকালে খয়রাবাদ সেতুর ঢালে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ চলাকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।