ফুলবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- সময় ১২:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / 22
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে ২২ মার্চ ২০২৫ রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি মোঃ জয়মুদ্দিন (৬৫) এর নিজ বসতবাড়ির আঙ্গিনায় মাটির নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় রাখা চারটি পোটলায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, ফুলবাড়ী থানার কাশিপুরে অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে গ্রেপ্তারসহ ২০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম জোরদার রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকবিরোধী অভিযানে সকলের সহযোগিতা কামনা করেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited