প্রেম এক উভচর প্রাণী

- সময় ০১:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
- / 94
অনুকূল পরিবেশ পেলে সেরে যায় হৃদয়ের ক্ষত। মানুষ পুরাতন ভালোবাসে বলে ছাড়তে চায় না কিছুই। দেয়ালের পলেস্তার খসে পড়লে বিবিধ রংয়ের পরজীবী উদ্ভিদ নিজের জন্মের উল্লাসে মাতে। দেয়ালের প্রদাহ ছুঁয়ে, শূণ্যতা ভুলিয়ে জীবনের সৌন্দর্য উপভোগ করতে চায়। আমাদের নির্লিপ্ত চোখ জোড়া অযথা হা হুতাশ থামানোর এলজেব্রায় চোখ রাখে।
সুমিত সেন এবং কাবেরী রায় আমাদের অতি আপনজন হয়ে ধরে পড়েন, যেন পাশের বাড়ির। তবে এই প্রতিবেশী নিজেদের গুটিয়ে নেয়ার কৌশল শিখেছেন অত্যন্ত সচেতনভাবে। তাঁরা নিজেদের কাছে নিজেরা প্রমানিত তাই আর দায় নেই সমাজ, সংসারের বাড়তি আলোচনায় মুখর হতে। জীবন শুরু করা যায় যে কোন পর্যায় থেকেই। আপনাকে কেবল দৃশ্যপট বুঝে পা ফেলতে হবে।
সমপরিমাণ কবিতা চিঠিগুলোর নান্দনিক প্রকাশ ছুঁতে চেয়েছে। শব্দের উৎসমুখে যন্ত্রনা আর আনন্দ ভাগাভাগি করে বাঁচতে শিখছে। আমি জানি না, আমি সত্যিই জানি না, দাবদাহের দিনে এক পশলা বৃষ্টি মাটিকে কতটা তৃপ্তি দেয়! নয়তো এত প্রগাঢ় ভালোবাসা আর জমাট ব্যথা গলগল করে উর্বর মৃত্তিকার যোনি থেকে বের হবার কথা তো নয়!
‘প্রেম এক উভচর প্রাণী ‘ নামটি উল্লেখিত এই ভেবে, আপনি চাইলেই কিন্তু প্রাক্তন আর বর্তমানের রসায়নে ল্যাবে প্রস্তুত করতে পারেন আশ্চর্য নরম রোদ। সে রোদে বসন ছড়িয়ে শুষে নিতে পারেন প্রয়োজনীয় সবটুকু আলো।
যতটুকু সীমাবদ্ধতা ধরা পড়বে ততটুকু ভালবাসা জমা রাখুন এই পত্রকাব্যর বুকপকেটে। কারণ আমাকে ভালোবাসার আগে আমার ভুলগুলো ভালোবাসুন।
চিঠি পড়ুন। এ চিঠি আপনার, আপনাদের জন্য। আপনি ই সুমিত সেন কিংবা কাবেরী রায়!
(উল্লেখ্য, কবি আয়শা জাহান নূপুরের ‘প্রেম এক উভচর প্রাণী’ এই বইটি এবারের অমর একুশে বইমেলাতেও পাওয়া যাচ্ছে। স্বপ্ন ৭১ প্রকাশনী থেকে বইটি গেল বছর প্রকাশ হয়। স্টল নং -৭৫৩।)
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited