১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

নিউজ ডেস্ক
  • সময় ০৬:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 46

পুলিশের লাঠিচার্জ-জলকামান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে এক নারীকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। পরে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। এতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং পরে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

পুলিশের লাঠিচার্জ
পুলিশের লাঠিচার্জ

বৃহস্পতিবার হাইকোর্টের এক রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করা হয়।

এর আগে, কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ায় ১৯ নভেম্বর হাইকোর্ট এই নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছিলেন। গত ৩১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ৬,৫৩১ জন উত্তীর্ণ হন।

উল্লেখ্য, লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে আদালত তা তদন্তের নির্দেশ দেন। তবে আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করলে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় এবং পরবর্তীতে নিয়োগপত্র দেওয়া হয়, যা হাইকোর্টের সর্বশেষ রায়ে বাতিল হয়ে যায়।

শেয়ার করুন

প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

সময় ০৬:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে এক নারীকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। পরে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। এতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং পরে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

পুলিশের লাঠিচার্জ
পুলিশের লাঠিচার্জ

বৃহস্পতিবার হাইকোর্টের এক রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করা হয়।

এর আগে, কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ায় ১৯ নভেম্বর হাইকোর্ট এই নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছিলেন। গত ৩১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ৬,৫৩১ জন উত্তীর্ণ হন।

উল্লেখ্য, লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে আদালত তা তদন্তের নির্দেশ দেন। তবে আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করলে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় এবং পরবর্তীতে নিয়োগপত্র দেওয়া হয়, যা হাইকোর্টের সর্বশেষ রায়ে বাতিল হয়ে যায়।