দীর্ঘদিন গুম থাকার পর যারা ফিরে এসেছেন, তারা সাধারণত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। ধারণা করা হয়, এসব ব্যক্তি ‘আয়নাঘর’ নামে পরিচিত বিশেষ স্থানে বন্দি ছিলেন।
অভিযোগ রয়েছে, অধ্যাপক মোবাশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা এবং মীর আহমদ বিন কাসেমসহ আরও অনেকে এই আয়নাঘরে বন্দি ছিলেন।
রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে গোপনে ধরে নিয়ে বিশেষ স্থানে আটকে রাখার ঘটনা নিয়ে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে এই গোপন বন্দিশালার নাম উঠে আসে ‘আয়নাঘর’ হিসেবে।
গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর ফিরে এসে পরিবারের কাছে আশ্রয় নেন। তাদের বয়ানে উঠে আসে আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা, যা এখনো অনেকের জন্য এক অনিশ্চিত আতঙ্কের নাম।