পুলিশ সহায়ক টিম পাবে গ্রেপ্তারের ক্ষমতা

- সময় ০৮:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 23
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং তাদের গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে।
শনিবার (৮ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার বিভিন্ন শপিংমল ও আবাসিক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অভিজ্ঞ প্রাইভেট নিরাপত্তা কর্মীদের পুলিশ সহায়ক হিসেবে যুক্ত করা হবে।
ডিএমপি কমিশনার আরও জানান, সম্প্রতি রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত সাত জনের মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ডাকাত দল ২০১৭ সাল থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় “মব জাস্টিস” নামে লুটপাট ও ভাঙচুরের বিষয়ে সতর্ক করে ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেবল আইনশৃঙ্খলা বাহিনীর। কেউ যদি অভিযানের নামে আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাজ্জাত আলী নগরবাসীকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানান এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ সহায়ক টিমের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানান।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited