পিএসডিএ’র স্মরণে ড. মেথিউ সরোজ বিশ্বাস

- সময় ১০:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / 65
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মেথিউ সরোজ বিশ্বাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে রাষ্ট্র বিজ্ঞান বিতর্ক সংসদ (পিএসডিএ) । শুক্রবার (২০ ডিসেম্বর) পঞ্চম মৃত্যু বার্ষিকীতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিন ড. মেথিউ সরোজ বিশ্বাসের সাবেক কর্মস্থলের সহকর্মী এবং শিক্ষার্থীদের অন্তরে জায়গা করে নেয়ার ভালোবাসার জায়গায় এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় চেয়ারম্যান এবং পিএসডিএ’র প্রধান উপদেষ্টা প্রফেসর খান মো. গাউস মুসাদ্দিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসডিএ’র উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম. এম. তারিকুজ্জামান, স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন চাখার সরকারি ফজলুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিকান্দার হাওলাদার তানভীর, দীপায়ন শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রফেসর ড. মেথিউ সরোজ বিশ্বাস শুধু একজন সহকর্মীই ছিলেন না একজন বন্ধু মানুষ ছিলেন এবং এই সমাজের একজন ভদ্রলোক ছিলেন। শিক্ষকদের সাথে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাসহ পিএসডিএ’র বিতার্কিকরাও উক্ত স্মরণ সভায় উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মেথিউ সরোজ বিশ্বাসের স্ত্রী হেলেন বিশ্বাস ২০১২ সালের জুন মাসে দুরারোগ্য ক্যান্সারে মারা যান। এরপরে তাঁর একমাত্র পুত্র সন্তান রুয়েলকে নিয়ে ছিলেন। রুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ঢাকায় চলে যায়। এরপর থেকে তাঁকে নিসঃঙ্গ জীবন যাপন করতে হয়। তিনি একজন প্রথিতযশা শিক্ষক ছিলেন। শুধু তাই নয় তিনি, কবি, সাহিত্যিক, এবং প্রাবন্ধিক ছিলেন। একুশের বই মেলায় তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য বই হলো মোহন বাড়ি, স্টেশনে কোন বাস নেই, প্রমিক হতে দিলে না, লেকতের একাত্তর এবং অহনা। প্রথিতযশা এই শিক্ষক হঠাৎ করে ২০১৯ সালের ২০ ডিসেম্বর বরিশালে তাঁর নিজ বাসায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited