০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পার্বত্য জেলা পরিষদের সেবার মনোভাব- প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির তাগিদ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
  • সময় ০৪:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • / 23

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে তাগিদ দিয়ে বলেছেন, এলাকার উন্নয়নে সমন্বয় ও বোঝাপড়ার মাধ্যমে কাজ করতে হবে। পরিষদের ১৫ সদস্যের সেবার মনোভাব ও সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার মানসিকতা থাকা অত্যাবশ্যক। তিনি বলেন, কোনো ধরনের অব্যবস্থাপনা বা অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ পরিচালনার আইন ও বিধি ভালোভাবে আত্মস্থ করা প্রয়োজন। সুসংগঠিত থাকলে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। তিনি পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য কৃষি ও অর্থকরী ফসল উৎপাদনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাঁশ চাষের উপর গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি সংগ্রহের পরামর্শ দেন। পশুপালন, ফিশারিজ, মা ও শিশু স্বাস্থ্য, এবং মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, খাগড়াছড়ির পাড়াবাসী মানুষের জন্য ছাত্রাবাস, শিশু সদন, হোস্টেল নির্মাণসহ ইঞ্জিনিয়ারিং কলেজ ও নার্সিং কলেজ স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া, বিভাগীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

ছাত্র-ছাত্রীদের খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের মাধ্যমে ফুটবল ও ক্রিকেটে পারদর্শী হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এখানকার ক্রীড়াবিদরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা ও পরিষদের অন্যান্য সদস্য।

শেয়ার করুন

পার্বত্য জেলা পরিষদের সেবার মনোভাব- প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির তাগিদ

সময় ০৪:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে তাগিদ দিয়ে বলেছেন, এলাকার উন্নয়নে সমন্বয় ও বোঝাপড়ার মাধ্যমে কাজ করতে হবে। পরিষদের ১৫ সদস্যের সেবার মনোভাব ও সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার মানসিকতা থাকা অত্যাবশ্যক। তিনি বলেন, কোনো ধরনের অব্যবস্থাপনা বা অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ পরিচালনার আইন ও বিধি ভালোভাবে আত্মস্থ করা প্রয়োজন। সুসংগঠিত থাকলে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। তিনি পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য কৃষি ও অর্থকরী ফসল উৎপাদনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাঁশ চাষের উপর গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি সংগ্রহের পরামর্শ দেন। পশুপালন, ফিশারিজ, মা ও শিশু স্বাস্থ্য, এবং মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, খাগড়াছড়ির পাড়াবাসী মানুষের জন্য ছাত্রাবাস, শিশু সদন, হোস্টেল নির্মাণসহ ইঞ্জিনিয়ারিং কলেজ ও নার্সিং কলেজ স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া, বিভাগীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

ছাত্র-ছাত্রীদের খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের মাধ্যমে ফুটবল ও ক্রিকেটে পারদর্শী হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এখানকার ক্রীড়াবিদরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা ও পরিষদের অন্যান্য সদস্য।