০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের সময় ঘোষণা করলেন মিয়ানমারের জান্তা

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ০৯:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 29

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইং

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এটাই প্রথমবারের মতো নির্বাচনের সময়সূচি ঘোষণা করল জান্তা সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার বেলারুশ সফরকালে মিন অং হ্লেইং নির্বাচন আয়োজনের বিষয়ে মন্তব্য করেন। তিনি জানান, এবারের নির্বাচন ‘অবাধ ও নিরপেক্ষ’ হবে এবং ইতোমধ্যে ৫৩টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের জন্য তালিকা জমা দিয়েছে।

মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য বেলারুশের নির্বাচন পর্যবেক্ষক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মিয়ানমারে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। ওই নির্বাচনে গণতন্ত্রপন্থী নেতা অং সান সূচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল বিজয় অর্জন করলেও ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এবং এনএলডি সরকারের পতন ঘটায়।

ক্ষমতা গ্রহণের পর থেকেই জান্তা সরকার গণতন্ত্রপন্থীদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়ে আসছে। অং সান সূচিসহ এনএলডির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে দীর্ঘ মেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।

মিন অং হ্লেইং অভ্যুত্থানের পর একাধিকবার বহুদলীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে গত বছর তিনি বলেছিলেন, ২০২৫ সালে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচন নিয়ে নতুন সময় ঘোষণা করলেন তিনি।

শেয়ার করুন

নির্বাচনের সময় ঘোষণা করলেন মিয়ানমারের জান্তা

সময় ০৯:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এটাই প্রথমবারের মতো নির্বাচনের সময়সূচি ঘোষণা করল জান্তা সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার বেলারুশ সফরকালে মিন অং হ্লেইং নির্বাচন আয়োজনের বিষয়ে মন্তব্য করেন। তিনি জানান, এবারের নির্বাচন ‘অবাধ ও নিরপেক্ষ’ হবে এবং ইতোমধ্যে ৫৩টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের জন্য তালিকা জমা দিয়েছে।

মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য বেলারুশের নির্বাচন পর্যবেক্ষক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মিয়ানমারে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। ওই নির্বাচনে গণতন্ত্রপন্থী নেতা অং সান সূচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল বিজয় অর্জন করলেও ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এবং এনএলডি সরকারের পতন ঘটায়।

ক্ষমতা গ্রহণের পর থেকেই জান্তা সরকার গণতন্ত্রপন্থীদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়ে আসছে। অং সান সূচিসহ এনএলডির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে দীর্ঘ মেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।

মিন অং হ্লেইং অভ্যুত্থানের পর একাধিকবার বহুদলীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে গত বছর তিনি বলেছিলেন, ২০২৫ সালে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচন নিয়ে নতুন সময় ঘোষণা করলেন তিনি।